Logo
Logo

খেলা

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১৫:০৮

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ছবি : সংগৃহীত

চেনা প্রতিপক্ষ নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জিতল বাংলাদেশ। এর আগে ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। এবারও সেই একই প্রতিপক্ষের বিরুদ্ধে একই ভেন্যুতে সাবিনা খাতুনরা বাঘের গর্জন দেখাল। রুদ্ধশ্বাস লড়াই শেষে কাঠমান্ডুর ঐতিহাসিক দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালের মেয়েদের ২-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার রানির মুকুট শোভা পেল বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে উভয় দল। কিন্তু প্রথমার্ধে জালে বল জড়াতে পারেননি কেউই। বিরতির পর ৫১তম মিনিটে বাংলাদেশের হয়ে লিড নেন মনিকা চাকমা। সংঘবদ্ধ আক্রমণে তহুরা-সাবিনা খাতুন বল দেওয়া-নেওয়া করছিলেন বক্সের সামনে। জটলার মধ্যে বল পান মনিকা। সেখান থেকে তিনি প্লেসিংয়ে গোল করেন। তবে এর মাত্র তিন মিনিট পরই স্বাগতিক নেপালও সমতায় ফেরে। মাঝমাঠ থেকে দারুণ থ্রু পাস ঠেলেন সতীর্থ আমিশাকে। সেখানে বাংলাদেশের ডিফেন্স পরাস্ত হয়। আগুয়ান গোলরক্ষক রুপ্না চাকমাকে পরাস্ত করেন আমিশা। ফলে ১-১ সমতা নিয়ে জমে ওঠে সাফের ফাইনাল। স্বাগতিক প্রায় ২০ হাজার দর্শকের উচ্ছ্বাস সেই রোমাঞ্চ আরও বাড়িয়ে তোলে।

সমতায় ফেরার পর আবার এগিয়ে যেতে মরিয়া চেষ্টা চালায় বাঘিনীরা। বাম দিক থেকে ঋতুপর্না চাকমা বারবার বল ফেলছিলেন নেপালের গোলমুখে। ম্যাচের ৮১ মিনিটে তিনি বাম দিক দিয়ে ঢুকে দুর্দান্ত এক শট নেন। যে শট হাতে লাগিয়েও থামাতে পারেননি নেপালের গোলরক্ষক।

বল নেপালের জালে জড়িয়ে যাওয়ার সাথে সাথেই উল্লাসে ফেটে পড়েন সাবিনারা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ ধরে রাখে দক্ষিণ এশিয়ার মেয়েদের শ্রেষ্ঠত্বের মুকুট।

এটিআর/



Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর