Logo

খেলা

আউট হওয়া ব্যাটারকে ফের সুযোগ দিয়ে হারলেন পুরানরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:০১

আউট হওয়া ব্যাটারকে ফের সুযোগ দিয়ে হারলেন পুরানরা

ক্রিকেটের স্পিরিটকে জেতালেও হেরেছেন নিজেরা

ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়, এটি নৈতিকতা, খেলোয়াড়সুলভ মনোভাব এবং স্পিরিটের সমন্বয়ও। আইএলটিতে গতকাল সেটাই প্রমাণ করেছে এমআই এমিরেটস। যদিও স্পিরিটের জয় তুলে মাঠের খেলায় পরাজিত হয়ে ফিরতে হয়েছে তাদের। 

আবু ধাবিতে এদিন গাল্ফ জায়ান্টসের বিপক্ষে মাঠে নামে এমআই। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৭.৬ ওভারে আলজারি জোসেফের একটি বল মিড-অফে ঠেলে দিয়ে এক রান নেন গাল্ফ জায়ান্টসের ব্যাটার মার্ক আডায়ার। তবে নন-স্ট্রাইকার ব্যাটার টম কারান ক্রিজে পৌঁছানোর জন্য তাড়াহুড়ো না করে ধীর গতিতে প্রান্ত বদলাতে শুরু করেন। ফিল্ডার কায়রন পোলার্ড বুঝে যান যে, ব্যাটাররা এক রানই পূর্ণ করেছেন এবং তারা দ্বিতীয় রান নিতে আগ্রহী নন। তাই পোলার্ড বলটি ছুঁড়ে দেন উইকেটকিপার নিকোলাস পুরানের দিকে।

তখনই ঘটে নাটকীয় ঘটনা, যেহেতু ওভারের শেষ বল ছিল তাই টম কারান ক্রিজে পৌঁছনোর পর বের হয়ে যান সতীর্থ ব্যাটার আডায়ারের সঙ্গে পরামর্শ করতে। কারান যখন ক্রিজ ছেড়ে গুটি গুটি পায়ে বেরিয়ে যান, তখনো পোলার্ডের ছোঁড়া বল এসে পৌঁছয়নি পুরানের দস্তানায়। পুরান এক্ষেত্রে বল ধরেই স্টাম্প ভেঙে দেন এবং রান-আউটের আবেদন জানান স্কোয়ার-লেগ আম্পায়ারের কাছে।

যেহেতু বল ডেড হয়নি, তাই তৃতীয় আম্পায়ার টেলিভিশন রিপ্লে দেখে কারানকে রান-আউট ঘোষণা করেন। তার আগে দুই ব্যাটারকে কথা বলতে দেখা যায় এমআই ক্যাপ্টেন পুরানের সঙ্গে। আম্পায়াররাও আলোচনা করেন পুরানের সঙ্গে। তবে তৃতীয় আম্পায়ার আউট দেওয়ায় মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না কারানের কাছে।

এ অবস্থায় গোটা বিষয়টাই নির্ভর করছিল এমআই ক্যাপ্টেনের ওপর। একমাত্র তিনি চাইলেই ব্যাটারকে ক্রিজে ফেরাতে পারতেন। শেষমেশ পুরান সেটাই করেছেনবাউন্ডারি লাইনের বাইরে যাওয়ার আগেই টম কারানকে পুনরায় ক্রিজে ডেকে আনেন।

ফলস্বরূপ ম্যাচের একেবারে শেষ বলে জয় তুলে নেয় জায়ান্টস। ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫২ রানের লক্ষ্য স্পর্শ করে তারা।

এটিআর/


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর