Logo
Logo

খেলা

ফলো-অন এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ

Icon

বাসস

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৮:১৮

ফলো-অন এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে সফরকারী দক্ষিণ আফ্রিকার ৫৭৫ রানের জবাবে ফলো-অন এড়াতে লড়ছে বাংলাদেশ। ৪৮ রানে ৮ উইকেট পতনের পর প্রতিরোধ গড়ে তুলেছেন মোমিনুল হক ও তাইজুল ইসলাম।

তৃতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত ৩৭ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান করেছে টাইগাররা। ২ উইকেট হাতে নিয়ে ৪৩৮ রানে পিছিয়ে বাংলাদেশ। ফলো-অন এড়াতে এখনও ২৩০ রান করতে হবে বাংলাদেশকে। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ উইকেটে ৩৮ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামে বাংলাদেশ। ৪ রান নিয়ে শুরু করে ৯ রানে থামেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর মুশফিকুর রহিম শূন্য, মেহেদি হাসান মিরাজ ১ ও অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন খালি হাতে বিদায় নেন। এতে ৪৮ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। 

নবম উইকেটে জুটি বেঁেধ দারুনভাবে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামাল দেন মোমিনুল ও তাইজুল। ১৩৯ বলে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছেন তারা। 

৬ রানে দিন শুরু করে টেস্ট ক্যারিয়ারের ২০তম হাফ-সেঞ্চুরি তুলে নেন মোমিনুল। ৯৭ বল খেলে ৮টি চার ও ১টি ছক্কায় ৭৪ রানে অপরাজিত আছেন মোমিনুল। ৬৭ বলে অপরাজিত ১৮ রান করেছেন তাইজুল।

কাগিসো রাবাদা ৫টি, ডেন প্যাটারসন ২টি উইকেট নেন। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর