Logo

খেলা

ভারত-পাকিস্তান ম্যাচের আগে কলকাতায় ‘শত্রু নিধন যজ্ঞ’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০

ভারত-পাকিস্তান ম্যাচের আগে কলকাতায় ‘শত্রু নিধন যজ্ঞ’

ছবি : সংগৃহীত

ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আছেন সবাই। কারণ, বিকেলেই মাঠে নামছে ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচের আগে উত্তেজনা চরমে পৌঁছেছে। ম্যাচের আগের রাতেই কলকাতায় পালন হলো ‘শত্রু নিধন যজ্ঞ’। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিধাননগরের বাইপার সংলগ্ন এলাকায় স্থানীয় পুরপিতা জয়দেব নস্করের উদ্যোগে এ যজ্ঞের আয়োজন করা হয়। এলাকার ক্রীড়াপ্রেমী বাসিন্দাদের নিয়ে যজ্ঞ পালন করেন তিনি।

যজ্ঞ শেষে জয়দেব নস্কর বলেন, ‘পাকিস্তান আমাদের শত্রু নয়, তবে খেলার দিক থেকে এটি একটি প্রতিদ্বন্দ্বী দল। মাঠে আমরা তাদের এক ইঞ্চিও জায়গা ছাড়ব না। ভারত জিতবে, আমরা শুধু অপেক্ষা করছি।’

যজ্ঞে প্রধান পুরোহিত সমর কাঞ্জিলাল বলেন, ‘আমরা চাই ভারত জয়ী হোক এবং চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারতের জয় অব্যাহত থাকুক। শুধু পাকিস্তান নয়, ভারতের বিরুদ্ধে যারাই খেলবে , মাঠে তারা আমাদের শত্রু।’

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর