Logo

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি

ভারতের বিপক্ষে পাকিস্তানের স্বল্প সংগ্রহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০০

ভারতের বিপক্ষে পাকিস্তানের স্বল্প সংগ্রহ

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আড়াই শ’ও পার করতে পারল না পাকিস্তান। ৪৯.৪ বলে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ২৪১ রানে গুঁড়িয়ে যায় মোহাম্মদ রিজওয়ানের দল। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। যেখানে ভারতীয় বোলারদের সামনে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি পাকিস্তানি ব্যাটাররা। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। শুরুতে ইমামুল হক ও বাবর আজম দেখেশুনে শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। দুজনে যথাক্রমে ১০ ও ২৩ রান করে দলকে চাপে ফেলে যান। 

এরপর মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল মিলে দলকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু স্লো ব্যাটিং ও সেট হওয়ার পর আউট হয়ে যাওয়ার কারণে দলকে সেভাবে ভালো অবস্থানে নিয়ে যেতে পারেননি তারা। তবে এ দুজনের ব্যাট থেকেই আসে ব্যক্তিগত সর্বোচ্চ রান। সৌদ করেন ৬২ ও রিজওয়ানের ব্যাট থেকে আসে ৪৬ রান। 

এদের দুজনের পর খুশদিল শাহ ছাড়া উল্লেখযোগ্য কেউ বড় রান সংগ্রহ করতে পারেননি। খুশদিল  ৩৮ রান করেন। আর সবার সম্মিলিত প্রচেষ্টায় সবক’টি উইকেট হারিয়ে সাকুল্যে ২৪১ রান করে পাকিস্তান। 

ভারতের হয়ে কুলদিভ যাদব ৩টি, হার্দিক পান্ডিয়া ২টি উইকেট নিয়েছেন। এই ম্যাচ জিততে হলে ভারতকে করতে হবে ২৪২ রান। 

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর