Logo
Logo

খেলা

ছাদখোলা বাসে বাঘিনীদের জয়োল্লাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১১:২৫

ছাদখোলা বাসে বাঘিনীদের জয়োল্লাস

বিজয় উল্লাসের জন্য আগ থেকেই তৈরি ছিল ছাদখোলা বাস। প্রতীক্ষা ছিল শুধু চ্যাম্পিয়নদের দেশে ফেরা। অবশ্য সেই অপেক্ষার অবসান ঘটে বৃহস্পতিবার (৩১ অক্টোবর)  দুপুর ২টা ৪০ মিনিটে। টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্বজয়ী বাঘিনীরা বিমানবন্দরে নামলে ফুল দিয়ে বরণ করে নিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

অধিনায়ক সাবিনা খাতুন এবং কোচ পিটার বাটলার সংবাদমাধ্যমের সঙ্গে কথা শেষ করলেই প্রস্তুতি শুরু হয় ছাদখোলা বাসে উদযাপনের। উৎসবের মধ্যমণি ট্রফিকে সামনে রেখে একে একে ছাদখোলা বাসে উঠেন। গন্তব্য বিমানবন্দর থেকে বাফুফে ভবন। যেখানে চ্যাম্পিয়নদের সঙ্গে উদযাপনে মাততে অপেক্ষায় আছেন হাজারো ফুটবলপ্রেমীরা। তার আগে অবশ্য যাত্রাপথে দর্শক-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন বাংলাদেশের মেয়েরা। 

বিকেলে সাফজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বিমানবন্দর টু বাফুফে ভবন ছাদখোলা বাস রুট : বিমানবন্দর> এক্সপ্রেসওয়ে> এফডিসি> সাত রাস্তার মোড়> মগবাজার ফ্লাইওভার> কাকরাইল> পল্টন> নটরডেম কলেজ> শাপলা চত্বর> বাফুফে ভবন।

এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর