• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮

ফুটবল

মেসি ভক্তদের জন্য সুখবর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ সেপ্টেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: 

দীর্ঘ দুই মাস পর আগামী রোববার মাঠে ফিরছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন তিনি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ইন্টার মিয়ামির কোচ জেরার্দো টাটা মার্টিনো মেসির ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার ইন্টার মিয়ামির জার্সিতে মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়ার বিপক্ষে হোমম্যাচে খেলবেন মেসি।

মার্টিনো বলেন, ‘সে ভালো আছে। গত বৃহস্পতিবার অনুশীলন করেছে। রোববার খেলার জন্য সে চিন্তাভাবনা করছে। প্রশিক্ষণের পরে আমরা তার জন্য কৌশল নির্ধারণ করবো। তবে সে খেলার জন্য প্রস্তুত রয়েছে। আমরা আবারও বিশ্বের সেরা খেলোয়াড়কে দলে পেতে যাচ্ছি। তাই আমরা সবাই খুশি।’ ফিলাডেলফিয়ার বিপক্ষে মিয়ামির ম্যাচটি বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে ৫টায় অনুষ্টিত হবে বলে জানা গেছে।

এর আগে গলার ব্যথার কারণে বুধবারের অনুশীলনে থাকতে পারেননি মেসি। এরপর বৃহম্পতিবার মেসি মাঠে ফেরেন এবং দলের সঙ্গে অনুশীলনও করেন। শুক্রবার সকালেও দারুণ অনুশীলন করেছেন মেসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads