Logo
Logo

প্রযুক্তি

এক চার্জে ১০৪ কিলোমিটার ছুটবে যে স্কুটার

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১২:৩৩

এক চার্জে ১০৪ কিলোমিটার ছুটবে যে স্কুটার

ছবি : সংগৃহীত

গ্রাহক চাহিদা মেটাতে শিগগিরই নতুন এক বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির হচ্ছে হোন্ডা। সংস্থাটির দাবি, এই স্কুটার এক চার্জে ১০৪ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে।

হোন্ডার এই বৈদ্যুতিক স্কুটারে থাকবে ২টি রাইডিং মোড- স্ট্যান্ডার্ড এবং স্পোর্ট। এই স্ট্যান্ডার্ড মোডে হোন্ডা অ্যাক্টিভা বৈদ্যুতিক স্কুটারে আপনি একবার ফুলচার্জে ১০৪ কিমি রাস্তা যেতে পারবেন। এছাড়া স্কুটারটিতে রয়েছে, রাইডার ইন্টিগ্রেটেড নেভিগেশনের সুবিধা- যা সহজেই যে কোনো রুট খুঁজে পেতে সাহায্য করবে। এই স্কুটারে থাকবে ডুয়াল রাইডিং মোড যার মধ্যে স্পোর্টস ও স্ট্যান্ডার্ড মোড থাকবে।

হোন্ডার দুটি জনপ্রিয় এবং বেস্টসেলার স্কুটার অ্যাক্টিভা এবং ডিওর মডেলে যেমন ইন্টারনাল কমবাশন ইঞ্জিন রয়েছে, ঠিক সেভাবেই নতুন এই বৈদ্যুতিক স্কুটারেও একই ফিচার্স থাকবে বলে জানা গেছে।

ভারতীয় বাজারে নতুন এই স্কুটারের  দাম শুরু হতে পারে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার রুপি পর্যন্ত। ২০২৫ সালে এটি বাজারে আসবে। এরই মধ্যে এই স্কুটারের প্রোডাকশন লাইন আপ শুরু হয়েছে। 

সূত্র : হিন্দুস্থান টাইমস


ডিআর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর