Logo
Logo

প্রযুক্তি

বিনামূল্যে এমপিথ্রি পাওয়া যাবে যেসব সাইটে

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৫৭

বিনামূল্যে এমপিথ্রি পাওয়া যাবে যেসব সাইটে

বেশিরভাগ লোকজনের কাছে বিনামূল্যের মিউজিক ডাউনলোড সাইট খুঁজে পাওয়া কষ্টসাধ্য হয়ে উঠে, যেখানে বৈধ উপায়ে বিভিন্ন গান বা মিউজিক ডাউনলোড করা যায়। সে বিষয় বিবেচনায় নিয়ে ১৫টি বিনামূল্যের এমপি৩ ডাউনলোড সাইটের কথা প্রতিবেদনে তুলে ধরেছে এমএসএন ডটকম। চলুন জেনে নেওয়া যাক সাইটগুলো সম্পর্কে :

অডিওম্যাক : যেসব সংগীতপ্রেমী বিভিন্ন নতুন ধরনের মিউজিক খুঁজে পেতে ভালোবাসেন, তাদের কাছে বেশ আকর্ষণীয় একটি সাইট হল অডিওম্যাক। এর মধ্যে থাকা সকল গান বা মিউজিক একেবারে বৈধ ও সেগুলো বিনামূল্যেই স্ট্রিম করা যায়।

তবে, এতে গান ডাউনলোড করার বিষয়টি নির্ভর করে শিল্পীর ওপর। কারণ, গান আপলোড করা শিল্পী নিজে ঠিক করে দিতে পারেন যে, শ্রোতা তার গান ডাউনলোড করতে পারবেন কি না।

সাইটটি ব্যবহার করা বেশ সহজ। এতে আপনি বিভিন্ন গান, অ্যালবাম, শিল্পীর নাম এমনকি ট্রেন্ডিং শাখায় থাকা সেরা গানগুলো ব্রাউজ করার সুবিধা পাবেন। সম্প্রতি সাইটটিতে একটি পেইজ যোগ হয়েছে, যার সহায়তায় ব্যবহারকারীরা সাইটে আপলোড করা একেবারে নতুন গানগুলোর খোঁজ পাবেন।

ব্যান্ডক্যাম্প : মিউজিশিয়ানদের জন্য সহজে গান শেয়ার করার সুযোগ দেয় ‘ব্যান্ডক্যাম্প’, যেখানে ‘নিজের দাম নিজেই নির্ধারণ করুন’ ধাঁচের সেটিংও আছে। এর মানে, শ্রোতারা অর্থ পরিশোধ করে গান শোনার পাশাপাশি এতে আরেকটি অপশন আছে, যার মাধ্যমে বিনামূল্যেই গান ডাউনলোড করা যায়।

ব্যান্ডক্যাম্পে ‘ডিসকভার’ নামে একটি পেইজ আছে, যা সাইটের ‘বেস্ট-সেলিং’ মিউজিক খুঁজে পাওয়ার ভালো উপায় হিসেবে বিবেচিত। তবে, এ সাইটের সকল গান বিনামূল্যে ডাউনলোড করা যাবে, বিষয়টি এমন নয়।

বিটস্টারস : বিটস্টারস সাইটে নতুন যোগ হওয়া বিভিন্ন গান দ্রুত খুঁজে পেতে গোটা সাইটই খতিয়ে দেখার সুযোগ পান ব্যবহারকারীরা। এমনকি গানের ‘জনরা’, ‘কি’, ‘ইনস্ট্রুমেন্ট’, ‘বিটস পার মিনিট (বিপিএম)’, ‘ডিউরেশন’ ও ‘এনার্জি লেভেল’ (‘লো’ বা ‘ভেরি হাই’) ফিল্টার করার সুযোগও রয়েছে সাইটের ডিসপ্লেতে।

এ সাইটের সবচেয়ে উল্লেখযোগ্য ভিন্নতা হল এর কিছু কিছু ট্র্যাক ডাউনলোড করার সুবিধা পেতে ব্যবহারকারীকে শিল্পীর প্রোফাইল অথবা সোশাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত হতে হয়।

ড্যাটপিফ : র‍্যাপ ও হিপ-হপ ঘরানার শ্রোতাদের জন্য অন্যতম সেরা মিউজিক ডাউনলোড সাইট হল ড্যাটপিফ, যেখানে ক্রমশ বাড়তে থাকা হিপ-হপ কমিউনিটি’র সেরা কাজগুলো তুলে ধরে সাইটটি।

রোমাঞ্চকরভাবে, ড্যাটপিফে পাওয়া অনেক মিউজিকই ‘মিক্সটেপ’ আকারে আসে। যারা একের পর এক গান সেইভ করতে পছন্দ করেন না, এটি তাদের জন্য গান শোনার ভালো উপায় হতে পারে।

ফ্রি মিউজিক আর্কাইভ : ফ্রি মিউজিক আর্কাইভ পরিচিত ‘এফএমএ’ নামেও। বিনামূল্যে ভালোমানের মিউজিক ডাউনলোড করার সুবিধা দিয়ে থাকে সাইটটি। দুর্ভাগ্যবশত, সাইটের ইউজার ইন্টারফেস বিকল্প সাইটগুলোর তুলনায় কিছুটা এলোমেলো দেখালেও এতে গানের বিশাল ভাণ্ডার আছে, যেগুলো বিনামূল্যেই পাওয়া যায়।

কোনো গান পেতে ব্যবহারকারীকে এফএমএ’র সাইটে নিবন্ধনও করতে হয় না। এ ছাড়া, নিজস্ব প্লেলিস্ট তৈরির মাধ্যমে সাইটে অবদানও রাখার সুযোগ পেয়ে থাকেন ব্যবহারকারীরা।

ইন্টারনেট আর্কাইভ : বিনামূল্যে এবং বৈধ উপায়ে গান ডাউনলোড করার ক্ষেত্রে এর জুড়ি নেই ইন্টারনেট আর্কাইভের। এমনকি অলাভজনক সাইট ‘এট্রি ডটওআররজি’-এর সঙ্গে জোট বেঁধে ‘লাইভ মিউজিক আর্কাইভ’ নামের একটি শাখাও তৈরি করেছে সাইটটি, যেখানে বিভিন্ন শিল্পীর অসংখ্য কনসার্ট ও শো দেখার সুযোগ মেলে।

এ আর্কাইভের সঙ্গে যুক্ত সকল সংগীতশিল্পী নিজেদের এমন সংগ্রহ আপলোড করেছেন, যেগুলো ‘লেনদেনবান্ধব’ হিসেবে বিবেচিত। এমনকি শ্রোতারা তাদের বিভিন্ন গান বৈধ উপায়ে বিভিন্ন অবাণিজ্যিক কাজে ব্যবহার করার সুযোগ পেয়ে থাকেন এর মাধ্যমে।

জামেন্ডো : জামেন্ডো এমন এক প্ল্যাটফর্ম, যেখানে অনিবন্ধিত ইন্ডি মিউজিশিয়ানরা সহজে নিজেদের গান ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়ার সুবিধা পান। সাইটটিতে এ মুহূর্তে আড়াই লাখের বেশি ট্র্যাক রয়েছে, যেগুলো বিনামূল্যে ব্যবহার করা যাবে। আর এই ট্র্যাকগুলো বানিয়েছেন ৪০ হাজারের বেশি শিল্পী। আর এ গানগুলো তৈরি হয়ে থাকে সাইটের বিভিন্ন কমিউনিটির ওপর ভিত্তি করে।

এতে প্রবেশ করলে শ্রোতা ওই কমিউনিটির বিভিন্ন সেরা ট্র্যাক, অ্যালবাম এবং শিল্পীর গান শুনতে পাবেন। এ ছাড়া, ‘অল-টাইম পপুলারিটি’, ‘ট্রেন্ডিং’ ও ‘মোস্ট রিসেন্ট রিলিজ’ এইসব অপশনের ভিত্তিতেও গান খোঁজার সুবিধা মেলে এতে।

লাস্ট ডটএফএম : লাস্ট ডটএফএম-এ বিনামূল্যে গান ডাউনলোড করার বিশাল সংগ্রহ আছে, যেগুলো বিভিন্ন ধরনের জনরার মধ্যে পড়ে। ‘কামিং সুন’, ক্যাটেগরি, নিউ রিলিজ বা গোটা গানের তালিকা ব্রাউজ করার মাধ্যমে শ্রোতারা বিভিন্ন গান বিনামূল্যে ডাউনলোড করার সুযোগ পেয়ে থাকেন।

আর এতে পছন্দের বাছাই করা গান স্বয়ংক্রিয়ভাবেই সেইভ হয়ে যায়। এ ছাড়া, ব্যবহারকারী এতে হাজার হাজার গান স্ট্রিমিং করার পাশাপাশি তাদের পছন্দের বিভিন্ন গানের পরামর্শও পেতে পারেন।

মাসওপেন : মাসওপেন এমন মিউজিক ডাউনলোড সাইটগুলোর একটি, যা ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করা শ্রোতারা ব্যবহার করে দেখতে পারেন। সাইটটিতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাসিকাল গায়ক থেকে সর্বকালের সেরা সংগীতকারদের অসংখ্য গানের রেকর্ডিং পাওয়া যায়। এ ছাড়া, শ্রোতারা এতে বাখ, বিথোভেন, চাইকোভস্কি ও হোলস্ট’সহ অন্যান্য কিংবদন্তীর গানও খুঁজে পাবেন।

এতে ব্যবহারকারী ‘কম্পোজার’, ‘পারফর্মার’, ‘ইন্সট্রুমেন্ট’, ‘পিরিয়ড’ ও ‘ফর্ম’ এইসব কিওয়ার্ডের ভিত্তিতেও বিভিন গান সার্চ ও ফিল্টার করার সুযোগ পাবেন।

নয়েজট্রেড : নয়েজট্রেড অনেকটা সামাজিক নেটওয়ার্কের মতো করে নকশা করা, যা তৈরি হয়েছে বইপোকা ও সংগীতপ্রেমীদের কথা মাথায় রেখে। এতে শিল্পীরা বিনামূল্যে বিভিন্ন গান আপলোড করার সুযোগ পান। আর শ্রোতারাও সেগুলো বিনামূল্যে ডাউনলোড করতে পারেন। আর, ব্যবহারকারী চাইলে নিজের পছন্দের শিল্পীকে কিছু অর্থও দিতে পারবেন এ সাইটে। শিল্পীদের নতুন শ্রেণির শ্রোতাদের সঙ্গে সংযোগ ঘটানোর ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করে নয়েজট্রেড।

পিওর ভলিউম : সাইটটি সংগীতপ্রেমীদের একটি কমিউনিটি’কে ঘিরে নকশা করা। শিল্পীরা এতে সাইন আপ ও গান আপলোড করার সুবিধা পেয়ে থাকেন। এর পর শ্রোতারা সেইসব গান ডিভাইসে সেইভ করে, শুনে বা এতে ‘আপভোট’ দিয়ে নিজের পছন্দের শিল্পীকে সাহায্যও করতে পারে।

প্রতিটি শিল্পীর নিজস্ব প্রোফাইল থাকে, যেখানে তাদের মৌলিক তথ্য, মিউজিক ও ছবি দেওয়া। এমনকি তাদের গান ডাউনলোড করা যাবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার সুযোগও থাকে তাদের হাতে। সাইটের বেশিরভাগ শিল্পী এ অপশনটি সক্রিয় করে রাখেন যাতে শ্রোতারা বিনামূল্যেই তাদের গান উপভোগ করতে পারেন।

রিভার্বনেশন : যারা নতুন শিল্পীদের গান খুঁজে থাকেন, তাদের জন্য বেশ ভালো সাইট হচ্ছে রিভার্বনেশন। ‘ইমাজিন ড্রাগনস’ ও ‘সিভিল ওয়ার্স’-এর মতো গোটা বিশ্বে জনপ্রিয়তা পাওয়া ব্যান্ডগুলোর যাত্রা শুরু হয়েছিল এখান থেকেই।

তবে, এর সকল গান ডাউনলোড করা যায় না। আর যেসব গান সেইভ করার সুযোগ রয়েছে, তার পাশে একটি ছোট ‘ডাউনলিংক’ থাকে। তবে একটি ওয়েব ব্রাউজার দিয়ে এর সকল গান স্ট্রিমিং করার সুবিধা মেলে।

সাউন্ডক্লিক : বর্তমানে বিনামূল্যে যেসব সাইট থেকে এমপি৩ মিউজিক ডাউনলোড করা যায়, সেগুলোর মধ্যে অন্যতম হলো সাউন্ডক্লিক। যেসব শিল্পী এতে গান আপলোড করেন, তারা মূলত এমন শিল্পী, যারা বিনামূল্যে লোকজনকে মিউজিক নিজের গান শোনাতে চান। এর মধ্যে বেশিরভাগই ইন্ডি ঘরানার শিল্পী।

ব্যবহারকারী এতে বিভিন্ন গান ও জনরা’র চার্ট ব্রাউজ করতে পাবেন, যতক্ষণ না তিনি নিজের ডিভাইসে সেইভ করার মতো গান খুঁজে পান।

সাউন্ডক্লাউড : সাউন্ডক্লাউড বিনামূল্যের এমন একটি সাইট, যা অনলাইনে গানের সংগ্রহ থাকা অন্যতম বৃহৎ সাইট হিসেবে বিবেচিত। তবে এর শুরু হয়েছিল একটি অনলাইন মিউজিক স্ট্রিমিং কমিউনিটি হিসেবে, যেখানে ব্যবহারকারীরা গান আপলোড করতে পারেন।

এ ছাড়া, শিল্পীদেরকেও নিজস্ব গান শেয়ার করার সুযোগ দিয়ে থাকে সাইটটি, যেখানে শ্রোতারা যত খুশি তত গান স্ট্রিমিং ও সেইভ করার সুবিধা পান।

এ সাইট থেকে কোনো গান ডাউনলোড করতে ব্যবহারকারীকে স্রেফ ‘সেইভ’ নামের একটি বাটনে ক্লিক করতে হয়। তবে, ‘আইকন’ চিহ্ন ছাড়া সাইটের মধ্যে যেসব ট্র্যাক আছে, সেগুলো অফলাইনে এশানার জন্য সেইভ করা যায় না।

ইউটিউব অডিও লাইব্রেরি : ইউটিউব অডিও লাইব্রেরি সেইসব লোকজনের উদ্দেশ্যে নকশা করা, যারা নিজেদের ভিডিও বা অন্যান্য কনটেন্টে কপিরাইটবিহীন গান ব্যবহার করতে চান। ইউটিউবে অ্যাকাউন্ট থাকা যে কেউই ইউটিউব স্টুডিওর মাধ্যমে এই লাইব্রেরিতে প্রবেশের সুযোগ পান। আর এতে তারা যত খুশি তত বেশি গান ডাউনলোড করার সুবিধা পেয়ে থাকেন।

বিনামূল্যের বিভিন্ন গান খুঁজে পেতে ব্যবহারকারীকে সার্চ ফলাফলে ‘ক্রিয়েটিভ কমনস’ নামের ফিল্টার ব্যবহার করতে হয়। এর বিকল্প উপায় হতে পারে ক্রিয়েটর স্টুডিও’তে প্রবেশ করে ‘অডিও লাইব্রেরি’ অপশন বাছাই করা। এর বিভিন্ন গান বিনামূল্যে ব্যবহার করা যাবে। এমনকি ডাউনলোড করার বেলাতেও কোনো নিষেধাজ্ঞা নেই।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর