ডিজাইনার বেবি
জন্মের আগেই নির্ধারণ করতে পারবেন সন্তানের বৈশিষ্ট!
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৫:১৯
কেমন হতো যদি আপনার শিশুর চোখের রঙ, উচ্চতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মানোর আগেই নির্ধারণ করা যেত? গল্প বলছি না, বিজ্ঞানের কল্যাণে এমনটা সম্ভব হতে যাচ্ছে! ‘ডিজাইনার বেবি’ নামের ধারণা নিয়ে বিজ্ঞানীরা ঘটাচ্ছেন নতুন এক বিপ্লব। এর মাধ্যমে, সন্তান জন্মানোর আগেই তার ডিএনএ পরিবর্তন করে শারীরিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
এটি সম্ভব হচ্ছে CRISPR-Cas9 নামের একটি শক্তিশালী জেনেটিক প্রযুক্তির মাধ্যমে। এই প্রযুক্তি কেবল বংশগত রোগের চিকিৎসা নয়, মানুষের শারীরিক বৈশিষ্ট্য যেমন চোখের রঙ, উচ্চতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে বিপ্লবী ভূমিকা রাখতে সক্ষম।
এছাড়া, প্রিসিশন মেডিসিন বা ব্যক্তিগত চিকিৎসা ব্যবস্থা এখন বাস্তবে পরিণত হচ্ছে, যেখানে প্রতিটি ব্যক্তির জিনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে চিকিৎসা দেওয়া হবে, যা রোগ নিরাময়ে আরও কার্যকরী হতে পারে।
এই প্রযুক্তি কৃষি ও খাদ্য উৎপাদন ক্ষেত্রেও বিপ্লব ঘটাচ্ছে। জেনেটিক্যালি মডিফায়েড ফসলের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, পোকামাকড় প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষমতা আরও বেশি বাড়ানো সম্ভব হচ্ছে।
তবে, ‘ডিজাইনার বেবি’ এবং জেনেটিক প্রযুক্তির ব্যবহার নিয়ে কিছু নৈতিক প্রশ্নও রয়েছে। এর অপব্যবহারে সমাজে জেনেটিক বৈষম্যের সৃষ্টি হতে পারে আশঙ্কায় এ নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চলছে। তাই এর ব্যবহারে সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা প্রয়োজন।
টিএ/এমএইচএস