Logo
Logo

প্রযুক্তি

গুগলে এই ৬ শব্দ ভুলেও সার্চ করবেন না

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১৪:১৬

গুগলে এই ৬ শব্দ ভুলেও সার্চ করবেন না

‘আর বেঙ্গল ক্যাটস লিগাল ইন অস্ট্রেলিয়া?’ ইংরেজি অক্ষরে এই ছয়টি শব্দ দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি হচ্ছে। যার অর্থ, বাংলার বিড়াল কি অস্ট্রেলিয়ায় বৈধ? অনেকেরই মনে হবে এই বাক্যের কী এমন মাহাত্ম্য। কেন আলাদা করে এই বাক্যের কথা লিখতে হচ্ছে? 

আসলে সাধারণ মনে হলেও এই ছয় শব্দ কিন্তু আদৌ সাধারণ নয়। বরং, বিপদ সংকেত। এই ছয় শব্দ অসাবধানতাবশত সার্চ করে একটি অত্যাধুনিক সাইবার আক্রমণের শিকার হতে পারেন যে কেউ। কারণ, এই ছয় শব্দ দিয়েই ইন্টারনেটে জাল পেতেছে হ্যাকাররা।

নিউইয়র্ক পোস্টের মতে, সাইবার নিরাপত্তা সংস্থা ‘সোফোস’ সম্প্রতি একটি সতর্কতা জারি করেছে। ইন্টারনেট ব্যবহারকারীদের গুগলে এই নির্দিষ্ট বাক্যটি সার্চ না করা করার অনুরোধ করা হয়েছে। 

সোফোস জানিয়েছে, হ্যাক করার এই নির্দিষ্ট প্রক্রিয়া পরিচিত ‘এসইও পয়জনিং’ বা ‘এসইও বিষক্রিয়া’ নামে। তাদের দাবি, খুব বুদ্ধি করে এই বাক্যটি গুগলে বেশি সার্চ হওয়া বাক্য হিসেবে জায়গা করে দিচ্ছে হ্যাকাররা। আর কেউ সেই বাক্য সার্চ করে যে লিংক দেখা যাবে সেখানে ক্লিক করলেই ওই ব্যবহারকারীর ডিভাইস হ্যাক হয়ে যাচ্ছে। বেহাত হয়ে যাচ্ছে ব্যক্তিগত তথ্য। ব্যাংক থেকে চলে যাচ্ছে লাখ লাখ টাকা। 

সোফোসের মতে, ওই লিংকগুলো অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে বিপজ্জনক।  এজন্যই বাক্যের মধ্যে ‘অস্ট্রেলিয়া’ শব্দটি রাখা হয়েছে।

তবে এই প্রতারণার জাল থেকে মুক্তি পাওয়ার উপায়ও জানিয়েছে ওই সাইবার নিরাপত্তা সংস্থা। বলা হয়েছে, কারো যদি মনে হয় যে তিনি এসইও বিষক্রিয়ার শিকার হচ্ছেন, তা হলে অবিলম্বে তার ইমেল ও ইন্টারনেট ব্যাংকিসহ সব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে দেওয়া উচিত। ফোন বা কম্পিউটারে ‘অ্যান্টিভাইরাস স্ক্যান’ করা উচিত অবিলম্বে। তবে সবচেয়ে নিরাপদ উপায় ওই নির্দিষ্ট বাক্য দিয়ে গুগলে কোনো সার্চ না করা।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর