চলতি বছরের শেষটা যেন এক নিমিষেই ঝড়ে রূপান্তর করেছে আল্লু আর্জুনের পুস্পা-২। ২০২১ সালের পুস্পা সিনেমার বাজার দখলকে আরও শক্তিশালী করে তুলেছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত পুস্পা সিনেমার সিক্যুয়েল পুস্পা-২: দ্য রুল।
কারণ গেল ৫ ডিসেম্বর মুক্তির পর থেকে এক আলোড়ন সৃষ্টি করেছে সিনেমা প্রেমীদের মাঝে। দর্শকমহল কাঁপছে পুস্পা-২ এর তাণ্ডবে।
একই সাথে বক্স অফিসেও দাপিয়ে বেড়াচ্ছে আল্লু আর্জুন অভিনীত এই সিনেমাটি। স্যাকনিল্ক ডট কমের সর্বশেষ ঘোষণা ছিল পুস্পা ২:দ্য রুল বক্স অফিসে এখন পর্যন্ত তুলে নিয়েছে ৫৯০ কোটি টাকা। শীঘ্রই টাকার এই অংকটা ৬০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেও জানা গেছে।
গত সোমবার ভারতে পুস্পা-২ ঝড়ে সিনেমাটি আয় করেছে ৬৫.১কোটি টাকা।এরপর শুক্রবারে সেই ঝড় বেড়ে তুলে নিয়েছে ৯৩.৮কোটি টাকা।ক্রমাগত পুস্পা-২ এর তাণ্ডবে শনিবার আয় করেছে ১১৯.২৫ কোটি টাকা আর রবিবার এই অংকটা দাঁড়ায় ১৪১.০৫ কোটির ঘরে।
সোমবারের (৯ ডিসেম্বর) সংগ্রহ যোগ করে দেখা গেছে এখনও পর্যন্ত পুস্পা-২ এর আয় ৫৯৪.১কোটি টাকা।মাত্র ৫দিনের আয়ে সিনেমাটি ব্লকবাস্টার হয়ে উঠেছে।পুষ্পা ২: দ্য রুল’ একই দিনে দুটি ভাষায় (তেলেগু ও হিন্দি) ৫০ কোটি টাকার বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে।
গতবারের মতো এবারেও পুস্পা-২ এ আল্লু আর্জুনকে দেখা গেছে পুস্পা রাজের ভূমিকায় তবে সে এখন লাল চন্দন চোরা চালান সিন্ডিকেটের নেতা হয়ে উঠেছেন। পুস্পা রাজকে কেন্দ্র করেই এগিয়ে গেছে পরবর্তী দৃশ্য তবে পুষ্পা ৩: দ্য র্যাম্পেজের সূত্র ধরিয়ে দিয়ে সিনেমাটি শেষ করা হয়েছে। তবে এ তাণ্ডবের জন্য আল্লু আর্জুন ভক্তদের কতদিন অপেক্ষা করা লাগতে পারে সেটি বলা দায় !
প্রত্যাশিত এই সিনেমার এমন সাফল্যে আল্লু আর্জুন কৃতজ্ঞতা জানিয়ে আজ মঙ্গলবার ( ১০ ডিসেম্বর) নিজ ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন ‘গঙ্গাম্মা থাল্লি আশীর্বাদ'।
এফএটি/এমআই/এনজে