কাঁঠালে আঠা নেই, কৃষিতে নতুন সম্ভাবনা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১৫:২১
আঠাবিহীন কাঁঠাল আবাদ করে সাড়া ফেলেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের মুলাইদ গ্রামের যুবক মাহমুদুল হাসান সবুজ (৩৫)। কম খরচে বেশি ফলন পাওয়ায় লাভবান হচ্ছেন তিনি। সবুজের এমন সাফল্য দেখে প্রতিদিন তার বাগানে ভিড় করেন শত শত মানুষ। আঠাবিহীন কাঁঠাল চাষ দেখে উৎসাহিত হয়ে নিচ্ছেন কৃষি বিভাগের পরামর্শও।
মাহমুদুল হাসান সবুজ জানিয়েছেন,ইউটিউবে আঠাবিহীন কাঁঠাল দেখে তা চাষ করতে উদ্বুদ্ধ হন তিনি। কিন্তু এ কাঁঠালের চারা সংগ্রহ করতে পারছিলেন না। পরে এক বন্ধুর সহায়তায় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চারা আমদানি করেন। রোপণের তিন মাসের মধ্যেই ফল ধরতে শুরু করে। এখন একের পর এক গাছ থেকে কাঁঠাল নামিয়ে স্বজন ও প্রতিবেশীদের বিলিয়ে দিচ্ছেন তিনি।
তরুণ এই উদ্যোক্তা বলেন, চারপাশে নানা ধরনের ফলজ গাছের ফাঁকে ফাঁকে আঠাবিহীন কাঁঠালের চারা রোপণ করেছি। এটি মূলত ভিয়েতনামের আঠাবিহীন কাঁঠালের জাত। বারো মাস ফল দেয়। সবগুলো গাছ বড় হয়েছে। সেগুলোতে ফল ধরেছে। ইতোমধ্যে পাকা ফলও পেয়েছি। নিজে খেয়েছি, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের দিয়েছি। ভেতরের কোষগুলো রসালো এবং খুব মিষ্টি। তবে, কোনো আঠা নেই।
আঠাবিহীন কাঠাল চাষে কৃষকদের পরামর্শ ও উৎসাহ প্রদান করা হচ্ছে জানিয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, দেশীয় জাতের কাঁঠালে অনেক আঠা থাকে। বছরে একবার ফলন দেয়। কিন্তু নতুন জাতের আঠাবিহীন কাঁঠালটি বারোমাস ফল দেয়। কৃষকরাও এটি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। আমরাও তাদের পরামর্শ দিচ্ছি।
এনআর/এটিআর