নুশরাত রুমুর তৃতীয় কাব্যগ্রন্থ ‘অন্য সৈকতে’

জীবনানন্দ ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৪

ছবি : বাংলাদেশের খবর
প্রতিশ্রুতিমান কবি ও ছাড়াকার নুশরাত রুমুর তৃতীয় কাব্যগ্রন্থ ‘অন্য সৈকতে’ প্রকাশ হয়েছে। বইটি প্রকাশ করেছে লেখাচিত্র প্রকাশনী। প্রচ্ছদ ডিজাইন করেছেন সরকার জাহিদুল ইসলাম।
কাব্যগ্রন্থটি প্রেম ও বিরহের জটিলতায় ডুব দেওয়া এক নিঃশব্দ আড্ডা, যেখানে কবি নিজেকে, তার আবেগকে এবং প্রেমিক-প্রেমিকার সম্পর্কের সকল মধুর ও করুণ মুহূর্তকে চিত্রিত করেছেন। এ গ্রন্থে রয়েছে প্রেমের উজ্জ্বলতা এবং বিরহের অন্ধকার– একসাথে তারা কবির শব্দের মাঝে বেঁধেছে এক অমলিন কবিতার আখ্যান।
কবি বলেন, ‘‘অন্য সৈকতে’ কাব্যগ্রন্থের কবিতাগুলো প্রেমের গভীরতা, বিরহের যন্ত্রণা এবং সম্পর্কের অস্থিরতাকে কেন্দ্র করে লেখা হয়েছে। প্রেম এবং বিরহ দুটিই মানুষের অনুভূতির মূল অঙ্গ, যার মধ্যে এক ধরণের পারস্পরিক সম্পর্ক ও পার্থক্য রয়েছে।’’
‘প্রেমের ভাষা কখনো কল্পনা, কখনো বাস্তবতা, কখনো নীরবতা—এগুলোই আমাদের জীবনের পরিপূরক। সেই প্রেমের মাঝে যখন বিরহ আসে, তখন অনুভূতি হয়ে ওঠে আরও জটিল, আরও বিভ্রান্তিকর।’
তিনি আরও বলেন, ‘অন্য সৈকতে আমি সেই অনুভূতির গল্প বলেছি—যেখানে একজন প্রেমিক/প্রেমিকা প্রেমের মধ্যে যতটা সুখে থাকে, বিরহে এসে তার অন্তর্দৃষ্টি ততটাই অন্ধকার হয়ে যায়। কবিতাগুলো সেই অন্ধকার থেকে আলোর খোঁজে।’
বইটির মূল্য ২৫০ টাকা। একুশে বইমেলার ৮০২ নং স্টলে এটি পাওয়া যাবে। এছাড়া বইটি অনলাইন প্ল্যাটফর্ম রকমারিতেও পাওয়া যাবে।
কবির প্রকাশিত অন্য দুটি কাব্যগ্রন্থ হলো, ‘রিক্ত জীবনের কীর্তন’ এবং ‘রেশমি রুমাল’। এছাড়া ‘আঁধারে জোনাকি’ নামে একটি গল্পগ্রন্থও লিখেছেন তিনি।
এটিআর/