বইমেলায় পাওয়া যাচ্ছে ফাহমিদা ফারুকের রোমান্টিক ফিকশন ‘ক্লাউড নাইন’

জীবনানন্দ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৪
-67a66e40cecca.jpg)
স্মৃতি, মানসিক দ্বন্দ্ব ও প্রেম একসঙ্গে মিশেলে লেখা ফাহমিদা ফারুকের রোমান্টিক ফিকশন ‘ক্লাউড নাইন’ প্রকাশিত হয়েছে। দেশ পাবলিকেশন্সের ৬৮৬-৮৮৭-৬৮৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
বইটির লেখক ও প্রকাশক জানান, ফাহমিদা ফারুকের নতুন উপন্যাস ‘ক্লাউড নাইন’ এমনই এক আবেগঘন গল্প, যেখানে অতীতের স্মৃতি, মানসিক দ্বন্দ্ব ও প্রেম একসঙ্গে মিশে গেছে। এটি শুধু একটি ভালোবাসার গল্প নয়, বরং স্মৃতি ও বাস্তবতার টানাপোড়েনের এক অনন্য উপাখ্যান।
শুরুটা হয়েছিল ২০১৬ সালে ‘মন খারাপের রং সাদা’ বই দিয়ে। এরপর একে একে লিখেছেন, মেডিকেল থ্রিলার-অ্যান্টিডোট, যা বেরিয়েছিল নালন্দা থেকে, এরপর ক্রাইম থ্রিলার-বিবমিষা, বেরিয়েছিল অবসর প্রকাশনা থেকে। এ ছাড়াও সময় প্রকাশনার ২১ নম্বর প্যাভিলিয়নে রয়েছে, ‘মৃত্যু’ ও ‘মায়াবী মুখোশ’-এর মতো বই পাঠকের মন জয় করেছিল।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র তার হারিয়ে যাওয়া ভালোবাসাকে ফিরে পেতে এক অভিনব পথ বেছে নেয়—সে নিজের কল্পনায় এক নতুন পৃথিবী সৃষ্টি করে, যেখানে পুরনো প্রেমকে সে আবারও খুঁজে পায়। কিন্তু প্রশ্ন হলো, এই স্বপ্নের জগৎ কি তাকে শান্তি দেবে? না কি বাস্তবতার নির্মম সত্য তাকে আরও গভীর হতাশায় ডুবিয়ে দেবে?
লেখক অত্যন্ত সূক্ষ্মভাবে চরিত্রগুলোর মানসিক টানাপোড়েন ফুটিয়ে তুলেছেন। প্রতিটি সংলাপ, প্রতিটি মুহূর্ত পাঠককে ভাবিয়ে তুলবে—আমরা কি সত্যিই অতীতকে ছাড়িয়ে যেতে পারি, না কি স্মৃতির ভার আমাদের অতীতেই আবদ্ধ রাখে?
ফাহমিদা ফারুক বলেন, ‘ক্লাউড নাইন’ রোমান্টিক ফিকশন নভেল হলেও এর ভেতর নিহিত থ্রিলগুলো যেন প্রত্যেকেরই জীবনের গল্প বলবে। ভালোবাসা কেবলই একটি দৈহিক বিকার। নিজের সব সচল থাকা সত্বেও অন্যের শ্বাসপ্রশ্বাসে বেঁচে থাকা। ভালোবাসা কেবলই বিকলাঙ্গতার অনুরূপ।’
এমজে