Logo
Logo

রাজনীতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ৮ আ.লীগ নেতা আটক

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৫

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ৮ আ.লীগ নেতা আটক

বিজয় দিবস উপলক্ষ‍ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বাংলাদেশের খবরকে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক। 

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ও তার মেয়েসহ ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- মাহবুবুর রহমান ও তার মেয়ে মহিমা রহমান, আশুলিয়ার পলাশবাড়ি এলাকার মিল্টন সূত্রধর, টাঙ্গাইলের নাগরপুরের তাইজুল ইসলাম, রংপুরের সাইফুল ইসলাম সিহাব, নওগাঁর সেলিম হোসেন, গোপালগঞ্জের মো. রানা এবং দোহারের সালাউদ্দিন।

আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন, ১৬ ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান। তার নেতৃত্বে স্থানীয় ঢাকা-১৯ এর সংসদ সদস‍্যের কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় পরিদর্শন ছাউনির পাশে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। পরে ডিএমপি (ডিবি) পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ যৌথভাবে এসে ৮ নেতাকর্মীকে আটক করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে আসেন। খবর পেয়ে ৮ জনকে আটক করা হয়েছে। তাদের অনেকের নামে মামলা রয়েছে৷ যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

হাসান ভুঁইয়া/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর