
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২
-679e0f95d4070.jpg)
সরকারে থেকে দল গঠন করলে কেউ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ছাত্ররা দল গঠন করতে চায়। আমাদের এতটুকু আপত্তি নেই বরং এটা আনন্দের বিষয়। আমরা স্বাগত জানাব। তারা তাদের নতুন চিন্তা নিয়ে মানুষের কাছে যাবে। কিন্তু সরকারে থেকে যদি দল গঠন করেন, তাহলে কেউ মেনে নেবে না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা দল গঠন করবেন, করেন, আমরা স্বাগত জানাব। আপনাদের সহযোগিতা করব। আসুন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। অনুরোধ জানাব, কেউ রাজনীতিতে কেউ সংঘাতমূলক বক্তব্য দেবেন না।’
তিনি বলেন, নির্বাচন অবশ্যই এ দেশে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আমরা চাইব, অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ থেকে একটি নির্বাচনের ব্যবস্থা করবে।ৎ
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন দলে ঢুকে পড়তে চাচ্ছে। কেউ যেন আমাদের দলে ঢুকতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। বিএনপিতে গণহত্যাকারীদের ঠাঁই নেই।’
ডিআর/এমজে