Logo

ক্যাম্পাস

জবি আন্তঃবিভাগ নারী ক্রিকেটে চ্যাম্পিয়ন রসায়ন বিভাগ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৪

জবি আন্তঃবিভাগ নারী ক্রিকেটে চ্যাম্পিয়ন রসায়ন বিভাগ

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নারী শিক্ষার্থীদের প্রথম আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল ম্যাচে আইন বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রসায়ন বিভাগ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ ধুপখোলাতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রসায়ন বিভাগ।

ছয় ওভারের খেলায় এক উইকেট হারিয়ে আইন বিভাগের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৬৮ রান। দ্বিতীয় ইনিংসে ৬৮ রানের টার্গেটে নেমে ছয় ওভারে চার উইকেট হারিয়ে ৪৮ রান করে আইন বিভাগ।

টুর্নামেন্টের ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন  রসায়ন বিভাগের ২০১৯ -২০২০ শিক্ষাবর্ষের ঝুমুর। টুর্নামেন্টের টপ রান এবং সেরা উইকেট নেওয়ার প্রাইজ পেয়েছেন ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুবায়েত রুবা। রসায়ন বিভাগের জয়ের মূল ভূমিকায় ছিলেন রুবায়েত রুবা। পুরো টুর্নামেন্টে জুড়েই ব্যাট ও বল হাতে তিনি ছিলেন অনবদ্য।

রসায়নে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান বলেন আমাদের রসায়ন বিভাগের জন্য এটা গর্বের বিষয়। আমাদের রসায়ন পরিবারের সবাই আজ আমরা আনন্দিত। প্রথমবার আয়োজিত নারীদের ক্রিকেট টুর্নামেন্টেই রসায়ন বিভাগ চ্যাম্পিয়ন। পরবর্তীতে এ ধারা অব্যাহত থাকবে বলে আশা রাখছি। 

টুর্নামেন্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন ও বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর