Logo

ক্যাম্পাস

ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রশাসনের সঙ্গে তুরস্কের অধ্যাপকের সাক্ষাৎ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০২

ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রশাসনের সঙ্গে তুরস্কের অধ্যাপকের সাক্ষাৎ

ছবি : বাংলাদেশের খবর

তুরস্কের কোক বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. হাকান উরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভা কক্ষে সাক্ষাৎ করেন তারা।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ব্যাপারে আলোচনা করেন।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কোক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনলাইন সেমিনার আয়োজন এবং উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। 

তুরস্কের অধ্যাপক ড. হাকান উরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। 

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানান। 

এমএমআই/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর