Logo

ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ে নারী ক্রিকেটে চ্যাম্পিয়ন কলা অনুষদ

Icon

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৮

নজরুল বিশ্ববিদ্যালয়ে নারী ক্রিকেটে চ্যাম্পিয়ন কলা অনুষদ

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আন্তঃঅনুষদ (ছাত্রী) ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কলা অনুষদের মেয়েরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা সামাজিক বিজ্ঞান অনুষদকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয়। 

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। 

তিনি বলেন, ‘একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলার সুযোগ থাকলে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্রীড়ার উন্নয়নে সব সময় কাজ করে যাবে।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান ও প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। 

গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ছাত্রীরা অংশ নেয়। এছাড়াও এদিন ছাত্রদের আন্তঃবিভাগ ফাইনাল খেলায় পপুলেশন সায়েন্স বিভাগকে ২৯ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ। 

মো. সাইফুল ইসলাম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর