Logo

ক্যাম্পাস

গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০১

গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

ছবি : সংগৃহীত

২৪-এর গণঅভ্যুত্থানের সমন্বয়কদের দ্বারা গঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সদস্য সংখ্যা ২০৫জন। 

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। 

কেন্দ্রীয় কমিটিতে আবু বাকের মজুমদার আহ্বায়ক, সদস্যসচিব জাহিদ আহসান, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী ও মুখপাত্র হিসেবে আশরেফা খাতুন রয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তৌহিদ মোহাম্মদ সিয়াম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল মাশনুন রয়েছেন। যদিও সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদটিতে রিফাত রশিদের থাকার কথা ছিল কিন্তু তিনি পদত্যাগ করাতে এই পদে এসেছেন আল মাশনুন।

পূর্ণাঙ্গ কমিটিতে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নুরুল গণি সগীর এবং খান তালাত মাহমুদ রাফি, ঢাকা কলেজের জুবায়ের হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবদুল করিম ও নুরনবী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেহেদী সজিব, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফারাবী জিসান, ঢাকা আলিয়া মাদরাসার তুহিন আহমেদ মনোনীত হয়েছেন।

যুগ্ম সদস্যসচিব পদে সালাউদ্দিন আম্মার, সানজানা আফিফা অদিতি, আজিজুল হক, হাটহাজারী মাদরাসার আবরার কাউসার পদায়ন করা হয়েছে। এ ছাড়া সহমুখপাত্র পদে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফারদিন হাসানকে মনোনীত করা হয়েছে।

কমিটি প্রকাশ করার আগে আবু বাকের মজুমদার বলেন, এটি আহ্বায়ক কমিটি। এখানে হাজার হাজার লোক রাখা সম্ভব না। এ আহ্বায়ক কমিটি সারাদেশে কমিটি আহ্বান করবে এবং নিয়মতান্ত্রিক উপায়ে সারাদেশে কমিটি প্রকাশ পাবে। আমাদের সংগঠনে যোগ দেওয়ার জন্য আমরা কালকে উৎফুল্লতা দেখতে পেয়েছিলাম। 

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা কিছু বিষয় খুবই কমন দেখতে পাই শিক্ষার্থীরা দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লেজুরবৃত্তিকতা চায় না। ফলে আমরা লেজুড়বৃত্তিকতাকে বর্জন করে এই সংগঠন করেছি। এখানে গণঅভ্যুত্থানের সকল স্টেক হোল্ডাররা থাকবে। 

এরপরই তিনি নবগঠিত সংগঠনটির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এতে দেশের স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি শিক্ষা সহ বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কে সম্পৃক্ত পাওয়া যায়। একই সাথে প্রথমবারের মতো কোনো ছাত্র সংগঠনে উল্লেখযোগ্য সংখ্যক নারীদেরকে দেখা যায় কমিটিতে স্থান পেতে। 

  • জয়/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর