Logo

ক্যাম্পাস

ঢাবিতে ১০ রমজানের মধ্যে ক্লাস শেষ করার দাবি

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৬:৫৫

ঢাবিতে ১০ রমজানের মধ্যে ক্লাস শেষ করার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফলাইন ক্লাস দশ রমজানের মধ্যে শেষ করার দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। এ বিষয়ে তারা বৃহস্পতিবার (৬ মার্চ) উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি জমা দিয়েছে।  

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, রমজান মাসে হল ও আশপাশের এলাকায় মানসম্মত খাবারের অভাব এবং খাবারের উচ্চমূল্যের কারণে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে দীর্ঘসময় রোজা রেখে নিম্নমানের খাবার গ্রহণ করে ক্লাসে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে।  

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ২৩ রমজান পর্যন্ত ক্লাস-পরীক্ষা চলার কথা থাকলেও শিক্ষার্থীদের দাবি, ১০ রমজানের মধ্যেই অফলাইন ক্লাস শেষ করতে হবে এবং প্রয়োজনে অনলাইনে পাঠদান চালু করতে হবে।  

স্মারকলিপিতে শিক্ষার্থীরা আরও উল্লেখ করেছে, রমজানে খাবারের সংকট শুধু মুসলিম শিক্ষার্থীদের নয়, অমুসলিম শিক্ষার্থীদের জন্যও সমস্যা তৈরি করছে। এছাড়া, গরমের কারণে দূরবর্তী শিক্ষার্থীদের জন্য রোজা রেখে ক্যাম্পাসে আসা কঠিন হয়ে পড়ছে।  

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— 
১. ১০ রমজানের মধ্যে অফলাইনে সব ক্লাস শেষ করা।  

২. রমজানে প্রয়োজন অনুযায়ী অনলাইন ক্লাস চালু করা।  

তারা উপাচার্যের কাছে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন, যাতে শিক্ষার্থীরা রমজানে অতিরিক্ত ভোগান্তি ছাড়াই শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর