-67c97f219f3dc.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফলাইন ক্লাস দশ রমজানের মধ্যে শেষ করার দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। এ বিষয়ে তারা বৃহস্পতিবার (৬ মার্চ) উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি জমা দিয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, রমজান মাসে হল ও আশপাশের এলাকায় মানসম্মত খাবারের অভাব এবং খাবারের উচ্চমূল্যের কারণে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে দীর্ঘসময় রোজা রেখে নিম্নমানের খাবার গ্রহণ করে ক্লাসে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ২৩ রমজান পর্যন্ত ক্লাস-পরীক্ষা চলার কথা থাকলেও শিক্ষার্থীদের দাবি, ১০ রমজানের মধ্যেই অফলাইন ক্লাস শেষ করতে হবে এবং প্রয়োজনে অনলাইনে পাঠদান চালু করতে হবে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা আরও উল্লেখ করেছে, রমজানে খাবারের সংকট শুধু মুসলিম শিক্ষার্থীদের নয়, অমুসলিম শিক্ষার্থীদের জন্যও সমস্যা তৈরি করছে। এছাড়া, গরমের কারণে দূরবর্তী শিক্ষার্থীদের জন্য রোজা রেখে ক্যাম্পাসে আসা কঠিন হয়ে পড়ছে।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—
১. ১০ রমজানের মধ্যে অফলাইনে সব ক্লাস শেষ করা।
২. রমজানে প্রয়োজন অনুযায়ী অনলাইন ক্লাস চালু করা।
তারা উপাচার্যের কাছে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন, যাতে শিক্ষার্থীরা রমজানে অতিরিক্ত ভোগান্তি ছাড়াই শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে।