Logo

ক্যাম্পাস

ভিক্টর পরিবহনে জবি ছাত্রীকে হেনস্তা, ১০ বাস আটক

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ২৩:৫১

ভিক্টর পরিবহনে জবি ছাত্রীকে হেনস্তা, ১০ বাস আটক

রাজধানীর গুলিস্তান থেকে বাসে ওঠার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রীকে হেনস্তার অভিযোগে ভিক্টর ক্লাসিক পরিবহনের ১০টি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১৭ মার্চ) রাত সোয়া ৯টার দিকে বাসগুলো আটক করেন শিক্ষার্থীরা। 

জানা যায়, জবির ইংরেজি বিভাগের এক ছাত্রী গুলিস্তান থেকে বাসে ওঠার সময় তাকে হেনস্তা করেন ওই বাসের হেলপার। বাসের অন্যান্য যাত্রীদেরকে বিষয়টি জানালেও কেউ কর্ণপাত করেননি। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ে এসে তার বন্ধুদেরকে জানালে তারা ভিক্টর ক্লাসিকের বাসগুলো আটকে রাখেন। তবে এ ঘটনায় হেনস্তায় অভিযুক্ত হেল্পার ও বাসটিকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ওই নারী শিক্ষার্থীর বন্ধু সিফাত সাকিব বলেন, আমাদের ব্যাচের এক ফ্রেন্ড গুলিস্তান থেকে বাসে ওঠার সময় হেনস্তার শিকার হয়। আমরা ওই বাসের হেল্পার ও বাসটিকে আর পাইনি। এজন্য আমরা ভিক্টর ক্লাসিক এর ১০টি বাস আটকে রেখেছি। 

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী নারী শিক্ষার্থী বলেন, আমরা প্রায়ই শুনি আমাদের বোনেরা এমন হেনস্তার শিকার হয়। আজ এমন ঘটনা আমার সঙ্গে ঘটেছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি যে হেনস্থার শিকার হয়েছি তা যেন আর কোনো মেয়ে না হয়।

প্রসঙ্গত, এর আগে গেল বছরের অক্টোবরে ভিক্টর ক্লাসিক বাসে হেনস্থার শিকার হন জবির আরেক ছাত্রী। ওই ঘটনায় ১১ বাস আটক করা হয়েছিল।

জেএন/ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জবি গুলিস্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিক্টর পরিবহন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর