জুলাই আন্দোলন
হামলাকারীদের তালিকায় নেই বাঘা বাঘা ছাত্রলীগ নেতার নাম, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৭:১৩
-67d9554b912fb.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের তালিকায় বাঘা বাঘা ছাত্রলীগ নেতাদের নাম বাদ পড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন ঘেরাও করেছে একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১৮ মার্চ) হামলাকারী ১২৮ জনের নামের তালিকা সামনে আসার পর অসন্তোষ জানিয়ে এর প্রতিবাদে উপাচার্য কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে তারা।
একপর্যায়ে ঘটনাস্থলে এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এবং তথ্যানুসন্ধান কমিটির আহ্বায়ক কাজী মাহফুজুল হল সুপন। এসময় তারা শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীদের উপর হামলায় সরাসরি জড়িত অনেকের নামই বাদ পড়েছে এ তালিকায়। হামলা করার প্রমাণ থাকার পরেও তাদের কোন মহলের ইশারায় তাদের নাম বাদ দেওয়া হলো আমরা তা জানতে চাই। সবচেয়ে অবাক করার বিষয় হলো বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত; যার গ্রুপের পোলাপান সবচেয়ে বেশি উগ্র ছিল এবং তারাই শিক্ষার্থীদের উপর বেশি হামলা করেছে তার নামই বাদ দেওয়া হয়েছে।
তথ্যানুসন্ধান কমিটির আহ্বায়ক কাজী মাহফুজুল হল সুপন বলেন, শিক্ষার্থীরা ভেবেছিল এ তালিকাটাই চূড়ান্ত। আমরা যে দিন প্রতিবেদন জমা দেই, আমরা জানিয়েছি আমরা মাত্র বিশ শতাংশ কাভার করতে পেরেছি৷ এই তালিকা প্রক্রিয়াধীন। এটা চলতে থাকবে। এর জন্য নতুন কমিটি তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন ছাত্রলীগ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলাসংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমএমআই/এমআই