Logo

ক্যাম্পাস

নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলো কুবি ছাত্রশিবির

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ২১:৪৯

নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলো কুবি ছাত্রশিবির

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ নিরাপত্তাকর্মীদের সঙ্গে ভাগাভাগি করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ও প্রহরীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।  

সোমবার (৩১ মার্চ) ঈদের দিন দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে প্রশাসনিক ভবন, অনুষদ ভবন এবং পাঁচটি আবাসিক হলের দায়িত্বে থাকা ২৫ জন নিরাপত্তাকর্মীর মাঝে খাবার বিতরণ করা হয়।  

সংগঠনটির সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় মানবতার কল্যাণে কাজ করে। ক্যাম্পাসের নিরাপত্তায় নিয়োজিত ভাইদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্ব। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমরা ঈদের খুশি সবার সঙ্গে ছড়িয়ে দিতে চেয়েছি।  

তিনি আরও বলেন, যখন সবাই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করছে, তখন নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ও প্রহরীরা ক্যাম্পাসে দায়িত্ব পালন করছেন। তাদের এই নিষ্ঠা ও ত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমরা তাদের জন্য ঈদের খাবার নিয়ে এসেছি। 

সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর