অষ্টম বর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব

কুবি প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২১:৫৭
-67f0014feb780.jpg)
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেস ক্লাব সপ্তম বর্ষ পূর্ণ করে অষ্টম বর্ষে পদার্পণ করেছে। ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান নিয়ে ২০১৮ সালের ৪ এপ্রিল সংগঠনটির যাত্রা শুরু হয়।
আহ্বায়ক কমিটির ৯ সদস্য নিয়ে যাত্রা শুরু করা এই সংগঠনটি বর্তমানে ২৫ জন সদস্য নিয়ে সক্রিয় রয়েছে। এছাড়াও, ১৫ জনের বেশি সহযোগী সদস্য যুক্ত আছেন সংগঠনের সঙ্গে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য প্রশংসিত হয়ে আসছে।
প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের বলেন, ‘২০১৮ সালে ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে যাত্রা শুরু করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। আজ তার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে দেখা যাচ্ছে, ক্লাবের সত্য প্রকাশের সাহসী যাত্রা আরও বেগবান হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্লাবের সদস্যরা নিষ্ঠা, পরিশ্রম ও মেধার সমন্বয়ে সাংবাদিকতা করে আসছেন। বিশ্ববিদ্যালয়ের সংকটময় মুহূর্তেও প্রেস ক্লাব পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।’
সংগঠনটির বর্তমান সভাপতি ইমতিয়াজ হাসান রিফাত বলেন, ‘সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে গত সাত বছরে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে অষ্টম বর্ষে পদার্পণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। ভবিষ্যতেও ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগানকে ধারণ করে এই প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাবে।’
সংগঠনটির অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা আগামীর পথচলায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।