ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে স্মারকলিপি

ঢাবি প্রতিবেদক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৩:২০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ দ্রুত সময়ের মধ্যে প্রকাশের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন একদল শিক্ষার্থী।
রোববার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপ-উপাচার্যের কার্যালয়ে গিয়ে স্মারকলিপিটি জমা দেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ডাকসু নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসজুড়ে বারবার স্মারকলিপি, মিছিল এবং প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেছি। জানুয়ারিতে উপাচার্য বলেছিলেন, ই-মেইলের মাধ্যমে মতামত নেওয়া হবে। অথচ মার্চের শেষ নাগাদ গিয়ে তা শুরু হয়। এটি প্রশাসনের চরম গড়িমসি প্রমাণ করে।
তিনি আরও বলেন, আগস্টে বলা হয়েছিল ৩-৪ মাসের মধ্যে ডাকসু নির্বাচন হবে। অথচ আট মাস পার হয়ে গেছে, এখনো রোডম্যাপই নেই। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এবারও প্রশাসন উদ্যোগ না নিলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
আরবি বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ৫ আগস্টের পর থেকেই আমরা সুস্থ রাজনৈতিক চর্চার প্ল্যাটফর্ম হিসেবে ডাকসুর পুনরুজ্জীবনের দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাই আবার স্মারকলিপি দিয়েছি। এবার রোডম্যাপ চাই— সময়ক্ষেপণ আর বরদাশত করা হবে না।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ডাকসু নির্বাচনের রূপরেখা দ্রুত প্রকাশের আহ্বান জানিয়েছেন। দাবি পূরণ না হলে তাঁরা লাগাতার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন।
এমএমআই/এটিআর