নজরুল বিশ্ববিদ্যালয়ে হবে বৈশাখী মেলা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ২১:৫০

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে আগামী ১৪ এপ্রিল (১ বৈশাখ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা।
এ উপলক্ষে স্টল বরাদ্দ দিতে বিশ্ববিদ্যালয় পরিবারের অভ্যন্তরীণ সংগঠন, ব্যক্তি এবং বাইরের প্রতিষ্ঠান বা ব্যক্তিদের আহ্বান জানানো হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) প্রক্টর মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলার জন্য স্টল বরাদ্দ নিতে ইচ্ছুকদের আগামী ১২ এপ্রিলের মধ্যে প্রক্টর অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই মেলার আয়োজন ক্যাম্পাসের অভ্যন্তরে করা হবে। বৈশাখী মেলার মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তাদের মিলনমেলার আয়োজন করা হবে বলে জানা গেছে।
সাইফুল ইসলাম/এমজে