Logo

ক্যাম্পাস

কৃষিগুচ্ছে ভর্তিচ্ছুদের জন্য বাকৃবির ‘বিশেষ সার্ভিস’

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৮:৩৩

কৃষিগুচ্ছে ভর্তিচ্ছুদের জন্য বাকৃবির ‘বিশেষ সার্ভিস’

কৃষি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।  

শুক্রবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শনিবার (১২ এপ্রিল) পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছাতে সহায়তা করতে তিনটি রুটে মোট সাতটি বাস চলবে। দুপুর ১২টা ও ১টায় দিঘারকান্দা বাইপাস মোড়, মাসকান্দা বাসস্ট্যান্ড এবং কেওয়াটখালী বাইপাস থেকে বাসগুলো ছেড়ে আসবে।  

পরীক্ষা শেষ হওয়ার পর বিকেল ৪টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে আবারও তিনটি বাস দিঘারকান্দা বাইপাস মোড়, মাসকান্দা বাসস্ট্যান্ড ও কেওয়াটখালী বাইপাসের উদ্দেশে রওনা হবে।  

বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক ড. গোলজারুল আজিজ বলেন, ‘পরীক্ষার দিন রিকশা ও ইজিবাইকের সংকট দেখা দেয় এবং ভাড়াও বেড়ে যায়। এতে পরীক্ষার্থীদের যেমন দুর্ভোগ পোহাতে হয়, তেমনি অভিভাবকদেরও ভোগান্তি হয়। বিষয়টি বিবেচনায় নিয়েই এ বাস সার্ভিস চালু করা হয়েছে। পরীক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবকরাও এই বাসে ক্যাম্পাসে আসতে পারবেন।’

মো. আশিকুর রহমান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর