প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
উদ্যোক্তাদের জন্য কাজ করতে সরকার বদ্ধপরিকর

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ২৩:৫৫

উদ্যোক্তাদের জন্য কাজ করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।
শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের স্টার্টআপ প্রতিযোগিতা ‘ফিউচার অফ ক্যাপিটালিজম’ এর সমাপনী অনুষ্ঠান তিনি এ মন্তব্য করেন।
এতে মাসব্যাপী ৪৫০টির বেশি দল নিজেদের ব্যবসায়িক আইডিয়া নিয়ে প্রতিযোগিতা করে। নিজেদের ব্যবসা সম্প্রসারণের জন্য পুরস্কার হিসেবে আমেরিকার লিউ লায়ন ফাউন্ডেশনের ২৫ হাজার মার্কিন ডলারের ফান্ড প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী দলের হাতে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি ফয়েজ আহমেদ তৈয়ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদের পরিচালক প্রফেসর শাকিল হুদা, নিউ লায়ন ফাউন্ডেশনের পরিচালক ল্যারি সুলিভান, প্রাভা হেলথের প্রতিষ্ঠাতা সিলভানা কাদের সিনহা।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, আমাদের দেশ সম্প্রতি ইনভেস্টমেন্ট সামিট করেছে, প্রধান উপদেস্টা ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী আমাদের দেশে বিনিয়োগের বড় সম্ভাবনা দেখাতে সক্ষম হয়েছেন। বড় বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা দেখছে। আমাদের টেকসই উন্নয়নে এরকম কাজ সহায়তা করবে। আজকের এই স্টার্টআপ কম্পিটিশন ক্যাপিটালিজমের চিরায়ত প্রথা অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণের লক্ষ্য বাদ দিয়ে ন্যায় ও সামাজিক দায়বদ্ধতার ধারণা সামনে নিয়ে আসতে সহায়তা করবে।
তিনি বলেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস আমাদের এই যাত্রায় একজন চ্যাম্পিয়ন। অন্তর্বতীকালীন সরকারের প্রতিনিধি হিসাবে বলতে চাই, উদ্যোক্তাদের জন্য কাজ করতে সরকার বদ্ধপরিকর। আমি বিশ্বাস করি এ কম্পিটিশন একদল তরুণদের পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সহযোগিতা করবে। যা তরুণদের জন্য সম্ভাবনাময়।
ওএফ