Logo

ক্যাম্পাস

প্রতিমাসে ১৫ শতাংশের উপরে প্রবৃদ্ধি হচ্ছে : প্রেস সচিব

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৮:১১

প্রতিমাসে ১৫ শতাংশের উপরে প্রবৃদ্ধি হচ্ছে : প্রেস সচিব

ছবি : বাংলাদেশের খবর

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এই সরকার রাষ্ট্র সংস্কারের কাজ করে যাচ্ছে। অনেকের মনে এই ধারণা হচ্ছে যে, এই সরকার জন আকাঙ্ক্ষার কতটুকু বাস্তবায়ন করছে? বর্তমান‌ সরকার রাষ্ট্র সংস্কারের কাজে অনেকগুলো উন্নয়ন ঘটিয়েছে। বিশেষ করে প্রতিমাসে অর্থনীতিতে ১৫ শতাংশের উপরে প্রবৃদ্ধি হচ্ছে। যা একটি দেশের জন্য অনেক বড় অর্জন।’

শনিবার (১৮ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এই (ইবি) বিশ্ববিদ্যালয়ের অনেক হলের নাম ফ্যাসিস্টদের পরিবারের। এই হলের নামগুলো পরিবর্তন করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রশিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ ছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাসসের বিশেষ সংবাদদাতা ও প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ে সংযুক্ত এস. এম রাশিদুল ইসলাম। 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম। বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন।

মাসুম শাহরিয়ার/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর