Logo

ক্যাম্পাস

ছবিতে ভেসে উঠল রাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস, আপ্লুত শিক্ষার্থীরা

Icon

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১০:৪৫

ছবিতে ভেসে উঠল রাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস, আপ্লুত শিক্ষার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

দীর্ঘ এক দশক পর দৃশ্যমান হলো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাসের ভবনের মাস্টার প্ল্যান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অস্থায়ী প্রশাসনিক ভবন (১)–এর পাশে স্থায়ী ভবনের পরিকল্পিত নকশা ব্যানারে প্রদর্শিত হয়। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই এই প্রদর্শনের পরিকল্পনা করেছিলেন।

এর আগে, গত ১৬ জানুয়ারি মাস্টার প্ল্যান রিভিউ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপাচার্য মাস্টার প্ল্যান অনুযায়ী প্রস্তাবিত চারটি ভবনের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। ব্যানারে প্রকাশিত ছবিতেও অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ছাত্র হল ও ছাত্রী হলের চিত্র উঠে এসেছে।

স্থায়ী ক্যাম্পাসের নকশা দৃশ্যমান হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। ১ম বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আরিফা জাহান মুমু বলেন, ‘আমাদের আগামীর ক্যাম্পাসের ছবি দেখে আমি খুবই আনন্দিত। আমি থাকাকালীন সময়ে দেখে যেতে পারবো কিনা জানি না। তবে উদ্যোগ নেওয়া হয়েছে, এটা ভেবেই ভালো লাগছে। আশা করি, এবার অন্তত সকল সমস্যার সমাধান হবে।’

৩য় বর্ষের সিএসই বিভাগের শিক্ষার্থী এম. আকতারুজ্জামান অপু বলেন, ‘আমরা ভর্তি হওয়ার পর থেকেই শুনে আসছিলাম, এরকম ভবন হবে। কিন্তু এই প্রথম দৃশ্যমান কিছু দেখে আমরা আশাবাদী যে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন শুরু হয়েছে। আশা করি, নতুন উপাচার্য স্যার আমাদের হতাশ না করে দ্রুত ভবনগুলোর নির্মাণ কাজ সম্পন্ন করবেন।’

আহ্সান হাবীব/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর