Logo

ক্যাম্পাস

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসন প্রতি লড়বে ৪৩ জন

Icon

জবি প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৬

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসন প্রতি লড়বে ৪৩ জন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)। একটি আসনের বিপরীতে পরীক্ষায় বসবেন ৪৩ জন শিক্ষার্থী। এদিন পরীক্ষা হবে দুই শিফটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামীকাল ‘ডি’ ইউনিটের পরীক্ষায় মোট আবেদন পড়েছে ২৪ হাজার ৯৫৬টি। এই অনুষদে আসন সংখ্যা ৫৯০টি। একটি আসনের বিপরীতে পরীক্ষা দেবেন ৪৩ জন।

এ ছাড়া এদিন সামজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা হবে দুই শিফটে। প্রথম শিফটের পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে ১১টা। দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে। পরীক্ষায় মোট নম্বর ১০০। এর মধ্যে লিখিত পরীক্ষা হবে ৭২ নম্বরের। বহুনির্বাচনি পরীক্ষা হবে ২৪ নম্বরের। লিখিত পরীক্ষা হবে ৪৮ নম্বরের। পরীক্ষায় এসএসসি পরীক্ষার জিপিএ-তে ১২ নম্বর। এইচএসসি পরীক্ষার জিপিএ-তে ১৬ নম্বর গগণা করা হবে।

তবে পরবর্তীকালে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ৫০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা বলেন, ‘পরীক্ষার বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি ভালো। দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই পরীক্ষা হবে।’

  • জেএন/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর