Logo

ক্যাম্পাস

বাকৃবিতে কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৬

বাকৃবিতে কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তির সাথে কৃষকদের পরিচিতি বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত দুই দিনব্যাপী কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।

‘বাংলাদেশ সোসাইটি অব অ্যাগ্রিকালচার মেশিনারি অ্যান্ড বায়ো রিসোর্স ইঞ্জিনিয়ারিং (বিএসএএমবিই) এবং বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে এই মেলা।

মেলার শেষ দিন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সরেজমিনে ঘুরে দেখা যায়, মেলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষিবিদ ফার্ম মেশিনারি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড, এসিআই মোটরস লিমিটেড, বাংলামার্ক এগ্রো মেশিনারিজ, এস কিউ এগ্রিকালচার লিমিটেডসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান স্টল দিয়েছে।

মেলায় প্রদর্শনের জন্য রাখা বিভিন্ন অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতির মধ্যে দর্শনার্থীদের সবচেয়ে নজর কেড়েছে এসিআই মোটরস লিমিটেডের ২৫ লাখ টাকা মূল্যের ড্রোন।

তা ছাড়া মেলায় কফি পাল্পার, কম্পোস্ট সেপারেটর, মূল জাতীয় সবজি ধৌতকরণ যন্ত্র, ট্রাক্টর, নারিকেলের ছোবড়া ছাড়ানোর যন্ত্র, পাওয়ার উইডার, ফল শোধন যন্ত্র, মিনি কম্বাইন্ড হার্ভেস্টার, সিডার এবং নিউ হল্যান্ড ট্রাক্টরসহ হরেক ধরনের প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই) এক প্রতিনিধি জানান, আমরা ১০ রকমেরও বেশি ধরনের প্রযুক্তি এনেছি। তবে এগুলো কেবল প্রদর্শনীর জন্য, বিক্রয়ের জন্য আনা হয়নি।

এসকিউ এগ্রিকালচার লিমিটেডের এক বিক্রয় প্রতিনিধি জানান, আমরা নিউ হল্যান্ড ট্রাক্টরসহ আরও কয়েকটি আধুনিক যন্ত্রপাতি মেলায় এনেছি। তবে এসব ক্রয় করতে শোরুমে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

ময়মনসিংহের কেওয়াটখালীর কৃষক রফিক জানান, টিভিতেই কেবল এসব যন্ত্রপাতি দেখেছি। সামনাসামনি আজ প্রথম দেখলাম। আজকাল আমাদের মাঠে কাজ করতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু এই যন্ত্রগুলোর ব্যবহার করলে কষ্ট অনেক কমে যাবে। যদি সরকার সাহায্য করে, তবে আমাদের জন্য এসব যন্ত্র কেনা আরও সহজ হয়ে যাবে।

আশিকুর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর