Logo

রাজধানী

উত্তরায় আলোর ধারা স্কুলে ক্রীড়া উৎসব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৮

উত্তরায় আলোর ধারা স্কুলে ক্রীড়া উৎসব

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় আলোর ধারা স্কুলের উদ্যোগে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ওয়েলফেয়ার সোসাইটি মাঠে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।  এতে শিশু শ্রেণি থেকে ১০ম শ্রেণি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।  

আলোর ধারা স্কুলের অধ্যক্ষ নাছিমা আক্তার সীমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা হাইস্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক শাহনেওয়াজ সিদ্দিকী, আলোর ধারা স্কুলের চেয়ারম্যান রাকেশ চক্রবর্তী, মনিরুজ্জামান মোল্লা, রাজু আহমেদ ইবনে হাবিব, সামছুল আলম সুমন, ইনসাস গ্রুপের চেয়ারম্যান সরদার মোহাম্মদ আব্দুল হালিম, আলোর ধারা স্কুলের কোর্ডিনেটর খুরশিদ সোহানা শাকি, নাজনীন সুলতানা কবিতা, নাছিমা ফেরদৌসী, ক্রীড়া শিক্ষক শাহানাজ পারভীন প্রমুখ।  

নাছিমা আক্তার সীমা বলেন, ‘শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের চিন্তা চেতনায় বড় হতে হবে। মনে রাখতে হবে- কেউ পিছিয়ে পড়ছে মানে সে আর সামনে আসতে পারবে না বিষয়টি তেমন নয়। সঠিক পরিশ্রমে শিক্ষার্থীরা এগিয়ে যাবে। এজন্য শিশুদের সঙ্গে অভিভাবকদের সমান পরিশ্রম করতে হবে। অনুষ্ঠানে শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।’

এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর