Logo

রাজধানী

‘ধর্ষণ’ ইস্যুতে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:০০

‘ধর্ষণ’ ইস্যুতে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর ‘ধর্ষণ’ শব্দ পরিহারের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে সরকার।

এরপরই সোমবার (১৭ মার্চ) সকালে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ডিএমপি কমিশনার ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে ওই বিবৃতি পাঠান। 

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি এক অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছেন তিনি। 

বিবৃতিতে আরও বলা হয়, আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হলে আমি দুঃখ প্রকাশ করছি।

এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি দুঃখ প্রকাশ ধর্ষণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর