শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনে মিছিল, গ্রেপ্তার ১

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:১৬
-67d7b014294d4.jpg)
গ্রেপ্তার মো. মহসিন (২৪)। ছবি : বাংলাদেশের খবর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশের একটি দল। সোমবার (১৭ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মহসিন (২৪) বরগুনা জেলার আমতলী থানার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে শাহবাগ থানার সেগুনবাগিচা থেকে প্রেসক্লাবের দিকে একটি মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনটির ১০-১২ জন সদস্য। মিছিলটি শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ করে মিছিলের স্লোগান ও পুলিশের উপস্থিতিতে এলাকায় উত্তেজনা তৈরি হয়। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স মিছিলটি ছত্রভঙ্গ করে এবং নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করে।
জেসি/এমআই