টাকা দিয়ে মেট্রোরেল থেকে বের হচ্ছেন যাত্রীরা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:৩৩

ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর মতিঝিল, সচিবালয়, শাহবাগসহ বিভিন্ন স্টেশনের কাউন্টারের দায়িত্বে কেউ না থাকার কারণে কিছু যাত্রী টিকেট না কেটেই মেট্রোরেলে উঠেছেন। তারা উত্তরা উত্তর স্টেশনে নামার পর নগদ টাকা দিয়ে বের হয়েছেন।
সোমবার (১৭ মার্চ) সকাল থেকে মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশনে এমন চিত্র দেখা গেছে।
এ বিষয়ে একজন যাত্রী বলেন, আমরা টিকিট কাটতে পারিনি। তাই উত্তরা উত্তর স্টেশন থেকে বের হওয়ার সময় আমার কাছ থেকে ১০০ টাকা নিয়েছে। টাকা নেওয়ার সময় আমাকে কোনো কার্ডও দেয়নি এবং পাঞ্চও করতে হয়নি।
এমন একাধিক যাত্রী নগদ টাকা দিয়ে স্টেশন থেকে বের হরেছেন।
এ বিষয়ে উত্তরা উত্তর স্টেশনের বাহির হওয়ার গেটে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, যাত্রীদের চাপ কমাতে আমরা এ প্রক্রিয়া চালু করেছি। তবে কিছুক্ষণ ক্যামেরা দেখে তারা সরে যান। পরে যাত্রীরা কাউন্টার থেকে টিকেট কেটে বাহির হচ্ছিলেন।
এমএএস/এমবি