Logo

রাজধানী

পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ২৩:৪৮

পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে সুমন নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে গুলশানে পুলিশ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। 

গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) মারুফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  এর আগে ডিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে বলেন, গুলশানে গুলিতে একজন আহত হয়েছেন। গুলশান থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 

ঢামেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

এদিকে জানা গেছে, নিহত সুমন মহাখালী টিভিগেট এলাকায় ইন্টারনেট সংযোগ অফিসে চাকরি করেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। সে এক ছেলে ও এক মেয়ের জনক। 

নিহত সুমনের সম্বন্ধি রুবেল জানান, স্থানীয় সেভেন স্টার নামের এক সন্ত্রাসী গ্রুপের সাথে তার দ্বন্দ্ব রয়েছে। তারাই হত্যা করতে পারে বলে তার ধারণা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা ওই যুবকের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে৷

এনএমএম/এআই/জেসি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গুলি হত্যা গুলশান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর