Logo

রাজধানী

যান্ত্রিক ত্রুটিতে ৪০ মিনিট বন্ধ থাকার পর চালু হলো মেট্রোরেল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৬:১৪

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। আজ সোমবার (২৪ মার্চ) বিকেল ৪টা ১৩ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশন থেকে সোমবার বিকেল চারটায় বাংলাদেশের খবরের প্রতিবেদক জানান, সেখানে আধা ঘণ্টার বেশি সময় ধরে মেট্রোরেল আটকে ছিল।

মেট্রোরেলের কর্মীরা জানিয়েছেন, মেট্রোরেলের একটি কোচের দরজা ঠিকমতো বন্ধ না হওয়ায় যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। 

যাত্রীরা বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর-১০ স্টেশনে ট্রেনে উঠলেও দরজা বন্ধ হচ্ছিল না। প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর মেরামত করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন পিআর শাখায় কথা বলার জন্য বলেন।

স্টেশন থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে। দ্রুতই সমস্যা সমাধান হবে, সে লক্ষ্যে চেষ্টা চলছে। 

এদিকে, জরুরি প্রয়োজনে মেট্রোতে গমনেচ্ছু ও ইফতারে ঘরমুখী মানুষেরা এ ঘটনায় ভোগান্তিতে পড়েন। 

এফএটি/এনএমএম/এইচকে/এমএইচএস


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর