ঈদযাত্রা
টিকিটের কৃত্রিম সংকট তৈরি করত চক্রটি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৭:৫০

ঈদযাত্রাকে কেন্দ্র করে রেলের টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে মূলহোতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানে তাদের কাছ থেকে ৩১৪টি আসনের ৮২টি ট্রেনের টিকিট, ৯৫টি মোবাইল সিম, ১০টি মোবাইল ফোন, একাধিক এনআইডি কার্ড, এটিএম কার্ড, কম্পিউটার সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে র্যাব -৩ এর শাজাহানপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব- ৩-এর উপ-অধিনায়ক মেজর মো. সাকিব হোসেন।
র্যাব জানায়, উৎসবকে টার্গেট করে টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি করত চক্রটি। ট্রেন ছাড়ার কয়েক ঘণ্টা আগে থেকেই তৎপরতা শুরু করত তারা। এভাবে সময় যত ঘনিয়ে আসত, তত দাম বাড়াত টিকিটের।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ মার্চ রাতে রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মো. রিয়াজুল ইসলাম (২৯) নামের একজনকে গ্রেপ্তার করে র্যাব-৩। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৭ মার্চ ভোরে র্যাব-১১-এর সহায়তায় রাজধানীর ডগাইর বাজার এলাকা থেকে চক্রের মূলহোতা মো. সেলিম (৫৩)-কে আটক করা হয়।
পরবর্তী অভিযানে ২৭ মার্চ সকালে কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে চক্রের আরও চার সদস্য—সোলে (৩৬), তৌফিক (২৮), মাইনুল ইসলাম (২৪) ও রাকাতুল ইসলাম (১৯)-কে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন : বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশ : টিকিট কালোবাজারি চক্রের ৬ জন গ্রেপ্তার
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে ঈদসহ বিভিন্ন উৎসবে ট্রেনের টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করত। তারা অনলাইনে কম দামে টিকিট কিনে পরে ২-৩ গুণ বেশি দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করত। ট্রেন ছাড়ার ৩-৪ ঘণ্টা আগে থেকে তাদের তৎপরতা শুরু হতো, আর সময় যত ঘনিয়ে আসত, টিকিটের দাম তত বাড়তে থাকত।
আরও পড়ুন : ট্রেনের টিকিটে কারসাজি, কমলাপুরে বাড়তি দামে বিক্রি
গ্রেপ্তারকৃত রিয়াজুল ইসলাম কম্পিউটার ও গ্রাফিক ডিজাইনে দক্ষ। সে মূলহোতা সেলিমের নির্দেশনায় একাধিক সিম ও এনআইডি ব্যবহার করে ‘রেলসেবা’ অ্যাপে একাধিক আইডি খুলে টিকিট সংগ্রহ করত। চক্রটি ফেসবুকের বিভিন্ন পেজ থেকে সিম কার্ড ও এনআইডি কেনার মাধ্যমে ভুয়া আইডি তৈরি করত। সেলিম এরপর মাঠপর্যায়ে দালালদের মাধ্যমে সাধারণ যাত্রীদের কাছে এসব টিকিট বিক্রি করত বলো জানায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব। ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
এমএএস/এমজে