Logo

রাজধানী

তিতাস গ্যাসের সেবা আজ ব্যাহত হবে যেসব এলাকায়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৫:৫০

তিতাস গ্যাসের সেবা আজ ব্যাহত হবে যেসব এলাকায়

তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি জানিয়েছে, আমিনবাজার ডিআরএস-এ জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬:০০টা থেকে আগামীকাল (৩ এপ্রিল) সকাল ৬:০০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

বুধবার (২ এপ্রিল) তিতাস গ্যাসের মিডিয়া ও জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো. আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে ঢাকা মহানগরী এবং এর আশপাশের বেশ কিছু এলাকায় গ্যাসের সরবরাহে সমস্যা হতে পারে। প্রভাবিত এলাকাগুলোর মধ্যে রয়েছে সাভার, হেমায়েতপুর, আমিনবাজার, মিরপুর, শ্যামলী, আদাবর, আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ (খোলামুড়া থেকে কলাতিয়া, হযরতপুর), হাতিরপুল, ফার্মগেট, আজিমপুর, নিউমার্কেট, লালবাগ, শাহবাগ এবং তৎসংলগ্ন এলাকা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের জানিয়েছে যে, এই জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে কিছুটা অসুবিধা হতে পারে। সেজন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে কর্তৃপক্ষ আশা করছে, কাজ শেষ হলে গ্যাসের সরবরাহ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর