Logo

রাজধানী

রাজধানীতে প্রশান্তির বৃষ্টি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৯:৪০

চৈত্রের শেষদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি হয়েছে। এতে কয়েক দিনের টানা গরমে হাঁসফাঁস অবস্থা থেকে সাময়িক প্রশান্তি মিলেছে ঢাকাবাসীর।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঝড়বৃষ্টি শুরু হয়। রাজধানীর ফার্মগেট, বাংলামোটর, মগবাজারসহ বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টির খবর পাওয়া গেছে।


এদিকে আবহাওয়া অফিস বলছে, রাতে ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এনএমএম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর