Logo

রাজধানী

যাত্রাবাড়ীতে সুইচ গিয়ার ধরে ছিনতাই, জনতার গণপিটুনি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৭:৪৪

যাত্রাবাড়ীতে সুইচ গিয়ার ধরে ছিনতাই, জনতার গণপিটুনি

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় সুইচ গিয়ার ধরে মোবাইল ছিনিয়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা থেকে ঢাকায় প্রবেশের সময় কাজলা পেট্রল পাম্প এলাকায় যানজটে দাঁড়িয়ে ছিলেন সাইদুল ইসলাম নামের এক প্রাইভেটকার চালক। হঠাৎ এক ছিনতাইকারী তার গলায় সুইচ গিয়ার ধরে মোবাইলফোন ছিনিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় সাইদুল ইসলাম ধাওয়া দিলে স্থানীয় জনতা সহযোগিতা করে তাকে আটক করে।

পরে ছিনতাইকারীকে স্থানীয় ফাতেমা নাজ পেট্রল পাম্পের পাশে একটি গরুর মাংসের দোকানে বেঁধে গণপিটুনি দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীর সঠিক নাম জানা যায়নি। সে শনির আখড়া এলাকায় বসবাস করে এবং গ্রামের বাড়ি বরিশালে বলে জানিয়েছে।

খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার এসআই মিজানুর রহমান বাংলাদেশের খবরকে বলেন, ভুক্তভোগী এখনো কোনো লিখিত অভিযোগ করেননি। বিষয়টি নিয়ে ওসি স্যারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কী ব্যবস্থা গ্রহণ করা হবে— এমন প্রশ্নে তিনি বলেন, এটা ওসি স্যারকে ফোন দিয়ে জেনে নেন।

এনএমএম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর