Logo

রাজধানী

বংশালে অগ্নিকাণ্ডে নিহত ১

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৩৬

বংশালে অগ্নিকাণ্ডে নিহত ১

রাজধানীর বংশালের নাজিমুদ্দিন রোড এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়েছেন আরও ছয়জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটি প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করে। বেশ কয়েকজনকে উদ্ধার করে ঢামেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, বংশালের নাজিমুদ্দিন রোডে একটি পাঁচতলা বাসার নিচতলায় আগুন লাগে। আটজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্য ছয়জন চিকিৎসাধীন।

এনএমএম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর