Logo
Logo

রাজধানী

পূর্বাচলের সেই লেকে মিলল আরও এক শিক্ষার্থীর মরদেহ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৪:২০

পূর্বাচলের সেই লেকে মিলল আরও এক শিক্ষার্থীর মরদেহ

ছবি : সংগৃহীত

রাজধানীর ভাসানেটেক কলেজের ছাত্রী সুজানার মরদেহ উদ্ধারের এক দিন পর পূর্বাচলে সেই লেক থেকেই কাব্য নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় পূর্বাচল উপ-শহরের ২নং সেক্টরের ৪নং সেতুর নিচের লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত কাব্য রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী। সুজানা ও কাব্য বন্ধু ছিলেন। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী তথ্যটি নিশ্চিত করছেন।

এদিকে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের ওভার স্পিডের কারণে দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন। ওই লেক থেকে কাব্যের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা।

কাব্যের মরদেহের পাশ থেকে মোটরসাইকেলের একটি হেলমেট একটি ছোট ব্যাগ পুলিশ জব্দ করেছে। এর আগে গতকাল একই লেকের অন্য পাশ থেকে ভাসমান অবস্থায় সুজানার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুজানার পরিবারের বরাত দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, গত সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সুজানা। এরপর রাতে তিনি আর বাসায় ফেরেননি। তার মরদেহের সঙ্গে উদ্ধার হওয়া মোটরসাইকেল হেলমেট শনাক্ত করা হয়েছে। হেলমেটটি কাব্যের বলে নিশ্চিত করেছে তার পরিবার।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর