![ভাটারায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/27/Bangladesher-Khabor-MI---2025-01-27T155619-67975809b19d1.jpg)
ছবি : সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা এলাকার ভাটারার একটি বাসা থেকে ইছতিয়াক আহমেদ চৌধুরী (২২) শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইছতিয়াক আহমেদ চৌধুরী টাঙ্গাইল সদর উপজেলার মাহাবুব আলম চৌধুরীর ছেলে। সে বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (আই ইউ বি) বিবিএ‘র দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, ইছতিয়াক আহমেদ বসুন্ধরা এলাকায় কয়েকজন বন্ধু মিলে মেসে থাকতেন। সে সরকারি বিশ্ববিদ্যালয় চান্স না পেয়ে মানসিকভাবে ডিপ্রেশনে ছিল। দেশের বাহিরের লেখাপড়া করতে যাওয়ার জন্য পরিবারকে বলেছিল। কিন্তু পরিবার থেকে বলা হয়েছিল বিবিএ টা শেষ করে বাহিরে যাওয়ার জন্য। এসব বিষয় নিয়ে ডিপ্রেশনে সে আত্মহত্যা করে।
এ বিষয়ে ভাটারা থানার উপপরিদর্শক এসআই মো. হাবিবুর রহমান বলেন, রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার (জি ব্লকের) একটি ভবনের তৃতীয় তলার ভাড়া বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সোমবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এআইবি/এমআই