-67a0a9d0484a5.jpg)
রাজধানীর কদমতলীর জাপানি বাজার এলাকায় দুষ্কৃতকারীর ধারালো অস্ত্রের আঘাতে মো. আমির হোসেন (৪৯) নামের এক অটোচালক আহত হয়েছেন। এ সময় এক লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ওই চালক।
রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জাপানি বাজার মুক্তধারা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
আমিরের গ্রামের বাড়ি চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার গাবুয়া গ্রামে। বর্তমানে জাপানি বাজার পাটের এলাকায় পরিবার নিয়ে থাকেন।
আহতের ছেলে মো. মিরাজ হোসেন জানান, তার বাবা চাঁদপুর গ্রামের বাড়ি থেকে ঘর বিক্রির এক লাখ ৭০ হাজার টাকা নিয়ে রাতে শনিরআখড়া গাড়ি থেকে নেমে রিকশায় করে বাসায় ফিরছিলেন। ওই সময় মুক্তধারা আবাসিক এলাকায় পার্শ্ববর্তী এলাকার কাশেম, নূরনবীসহ ৪/৫ ব্যক্তি মোটরসাইকেলে এসে পথরোধ করে। তার কাছে থেকে টাকা নেওয়ার চেষ্টা করলে তিনি দিতে চাননি। পরে তাকে অস্ত্র দিয়ে বাম হাত ও পিঠে কোপ দেওয়া হয়। এ সময় তার কাছে থাকা এক লাখ ৭০ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়ে চলে যায়।
মিরাজ বলেন, খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করি। রাতেই চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে দয়াগঞ্জ বেসরকারি মর্ডান হাসপাতালে ভর্তি করি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ, পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আহত ব্যক্তি জরুরি বিভাগের চিকিৎসা নিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’
এআই/এমজে/ওএফ