মেয়ে ঘুমে, অপরিচিত পুরুষকে ভিডিও কলে রেখে নারীর আত্মহত্যা

ঢামেক প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৬
-67a35b548d331.jpg)
মেয়েকে ঘুরে রেখে এবং অপরিচিত এক পুরুষকে ভিডিও কলরত অবস্থায় আত্মহত্যা করেছেন এক নারী।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজধানীর পূর্ব বাসাবোতে হীরা ঝিলের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
মৃত ওই নারীর নাম তানিয়া আক্তার (২৫)। তিনি বরগুনা জেলার বেতাগী উপজেলার আলমগীর বিশ্বাসের মেয়ে।
তানিয়া সন্তান ও বাবা-মাকে নিয়ে ওই বাসায় থাকতেন।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা বলেন, বুধবার ভোররাতে ৭ বছরের মেয়েকে ঘুমে রেখে আত্মহত্যা করেছেন তানিয়া। এ সময় মুঠোফোনে জনৈক রাইসুর নামের ব্যাক্তির সাথে ভিডিও কলে কথা বলছিলেন তিনি। প্রাথমিকভাবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে।
তিনি বলেন, এ সময় মোবাইলে শব্দ পেয়ে তার সন্তানের ঘুম ভাঙে। পরে সে এ দৃশ্য দেখে আশপাশের লোকজনদের জানায়। পরে পুলিশকে সংবাদ দিলে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। এআই/বিএইচ