Logo

রাজধানী

মিরপুরে উদ্যোক্তাদের মেলা বসছে শনিবার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৮

মিরপুরে উদ্যোক্তাদের মেলা বসছে শনিবার

উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও পণ্য প্রদর্শনের অনন্য সুযোগ নিয়ে মিরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী মেলা। ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনী ২০২৫’ শিরোনামে শিল্পপুরাণ ও আরশিনগরের যৌথ আয়োজনে আগামী শনি ও রবিবার (৮ ও ৯ ফেব্রুয়ারি) বৈচিত্র্যময় আয়োজন নিয়ে মিরপুর ১১’র ঋদ্ধি গ্যালারিতে অনুষ্ঠিত হবে এই মেলা।  

মেলায় বিভিন্ন পণ্য নিয়ে কাজ করা ২৩ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। থাকছে দেশি-বিদেশি পোশাক, জুয়েলারি, স্টেশনারিজ, উপহার সামগ্রী, কেক, চকলেটসহ বৈচিত্র্যময় খাবার এবং আরও অনেক কিছু। 

এছাড়াও মেলায় থাকবে শিশু-কিশোরদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা, বই প্রকাশনা উৎসব, আবৃত্তি সন্ধ্যা এবং গুণিজনের সাক্ষাত। মেলায় বিভিন্ন সেশনে অতিথি হিসেবে থাকবেন, লেখক ও গবেষক, বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক, বাংলা একাডেমির পরিচালক ড. তপন বাগচী; আবৃত্তি শিল্পী ও সংগঠক, বোধন আবৃত্তি স্কুলের অধ্যক্ষ পারভেজ চৌধুরী, একুশে টেলিভিশনের বার্তা সম্পাদক ছড়াকার অশোকেশ রায়, বাংলাদেশের খবরের হেড অব ডিজিটাল হাসনাত কাদীরসহ আরও অনেক গুণিজন। 

এই আয়োজনে উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের পাশাপাশি বিশেষ প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণ সেশনগুলোতে ডিজিটাল মার্কেটিং, যোগাযোগ দক্ষতা এবং উদ্যোক্তা হিসেবে লক্ষ্যে স্থির থাকার কৌশল নিয়ে আলোচনা করবেন অভিজ্ঞ প্রশিক্ষকরা। সেশন পরিচালনা করবেন আদিবা লাবিব (ডিজিটাল মার্কেটার), রওশন আরা (কৈফিয়ার প্রতিষ্ঠাতা) এবং মেহেদী হাসান শোয়েব (সাংবাদিক ও আবৃত্তিশিল্পী)। উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি এখানে নতুন নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পাবেন। 

আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ‘বাংলাদেশের খবর’।  

শিল্পপুরাণের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা জিতু বলেন, “আমরা চাই এই মেলায় শুধু ব্যবসা বা লাভ-লোকসানের হিসাব নয়, বরং একে অপরের সহযোগিতার জায়গা তৈরি করুক। সম্পর্ক আর ঐক্যের প্লাটফর্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”  

তিনি বলেন, “আজকের সমাজে সবাই নিজেকে সবার চেয়ে সেরা প্রমাণ করার প্রতিযোগিতায় লিপ্ত। কিন্তু আমরা বিশ্বাস করি, একসঙ্গে পথচলাই প্রকৃত অগ্রগতির চাবিকাঠি। এই আয়োজন সেই মিলনমেলার প্রতীক হয়ে উঠুক, যেখানে সবাই একে অপরের পাশে দাঁড়াবে।”

আরশিনগরের প্রধান নির্বাহী মেহেদী হাসান শোয়েব বলেন, “এখানে উদ্যোক্তারা একে অপরের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ পাবেন।”  

উদ্যোক্তা, পণ্যপ্রেমী ও সংস্কৃতি অনুরাগীদের জন্য নতুন সম্ভাবনার সন্ধান আর সম্পর্ক তৈরির এক অনন্য সুযোগ এই মেলা।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর